• আদালত অবমাননার রুল জারি স্কুল শিক্ষা কমিশনারের বিরুদ্ধে 
    বর্তমান | ১১ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে হাইকোর্টের নির্দেশ কার্যকর না করায় এবার স্কুল শিক্ষা কমিশনারের বিরুদ্ধে রুল জারি করে তাঁকে হাজিরার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। জানা গিয়েছে, গত বছর ২৫ এপ্রিল বিচারপতি রাজাশেখর মান্থা ২০০৯ সালের প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় ৮৭৮ জনকে নিয়োগের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু সেই নির্দেশ এখনও কার্যকর করেনি স্কুল শিক্ষাদপ্তর। যে কারণে আদালত অবমাননার মামলা দায়ের হয়েছিল। সেই মামলার প্রেক্ষিতেই ২২ জানুয়ারি কমিশনারকে সশরীরে হাজিরার নির্দেশ দিয়েছেন বিচারপতি। নির্দেশের পর এক বছর পার হলেও কেন কাউকেই নিয়োগ করা হল না, তা নিয়ে শুক্রবার রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি মান্থা। প্রসঙ্গত, ২০০৯ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ২০১০ সালে শুরু হয়। ২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পর বাম আমলের নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়। এরপর নতুন করে ২০১৫ সালে পরীক্ষা হয়, যাকে কেন্দ্র করে পরবর্তীতে মামলা হয়। শেষ পর্যন্ত ২০২২ সালে নিয়োগ সংক্রান্ত প্যানেল প্রকাশের নির্দেশ দেয় হাইকোর্ট। আবেদনকারীদের হিসাব অনুযায়ী, উত্তর ২৪ পরগনা জেলায় মোট ৮৭৮টি শূন্যপদ ছিল। সেই পদে নিয়োগের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি মান্থা।
  • Link to this news (বর্তমান)