• বেগমপুরের বিশ্বকর্মা পুজোয় সাংসদ রচনা
    বর্তমান | ১১ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: হুগলির বেগমপুরে শুরু হয়েছে বিশ্বকর্মা পুজো। জানুয়ারির প্রথমপর্বে বাংলা মাস ধরে বেগমপুরের তন্তুবায়রা বিশ্বকর্মা পুজো করেন। যা হুগলিতে অকাল বিশ্বকর্মা পুজো নামে পরিচিত। শুক্রবার হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় সেই বিশ্বকর্মা পুজো দেখতে গিয়েছিলেন। সেখানে তিনি তন্তুবায়দের আয়োজন ও অকাল পুজো দেখে বিস্ময় প্রকাশ করেন। বেগমপুরে অন্তত ২৪টি বিশ্বকর্মা পুজো হয়। প্রবীণ তন্তুবায়রা জানিয়েছেন, বহু আগে থেকে ওই প্রথা চলে আসছে। বছরের যে সময় বিশ্বকর্মা পুজো হয় সেই সময় বেগমপুরের তন্তুবায়দের পুজোর শাড়ি তৈরির কাজ থাকে। তাই তাঁদের সেই নির্দিষ্ট তিথিতে পুজো করা হয় না। বছরের শুরুতে বিশ্বকর্মা পুজো দিয়ে তবে শাড়ি তৈরির কাজ শুরু করা হয়। সেই সঙ্গে বেগমপুরে অধিকাংশ বিশ্বকর্মারই বাহন হাতি নয়। সেখানে বিশ্বকর্মার সঙ্গে থাকে ঘোড়া। প্রসঙ্গত, গত বুধবার রাত থেকে বেগমপুরে বিশ্বকর্মা পুজো শুরু হয়েছে।  
  • Link to this news (বর্তমান)