• তৃণমূল থেকে সাসপেন্ড শান্তনু, আরাবুল ইসলাম
    বর্তমান | ১১ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজের অভিযোগে প্রাক্তন সাংসদ শান্তনু সেন এবং প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলামকে সাসপেন্ড করল তৃণমূল। শুক্রবার তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার এক ভিডিও বার্তায় জানান, দলের সর্বোচ্চ নেতৃত্বের নির্দেশে শান্তনু সেন এবং আরাবুল ইসলামকে সাসপেন্ড করা হয়েছে।


    তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশমতোই এই সিদ্ধান্ত। জানা গিয়েছে, মূলত আর জি কর-কাণ্ড নিয়ে ডাঃ শান্তনু সেনের ভূমিকা দল ভালো চোখে দেখেনি। প্রকাশ্যে তিনি যেসব কর্মকাণ্ড করেছেন এবং বক্তব্য রেখেছেন, তা রাজ্য সরকার এবং দলকে অস্বস্তির মুখে ফেলে দেয়। সেই পরিপ্রেক্ষিতে বেশ কিছুদিন তাঁর উপর নজর রাখছিল তৃণমূল। তাঁর গতিবিধি দলের স্বার্থের সঙ্গে সম্পৃক্ত না হওয়ায় কড়া পদক্ষেপ করল তৃণমূল।


    এদিকে, আরাবুল ইসলামকে কেন্দ্র করে ভাঙড় প্রত্যেকদিনই খবরের শিরোনামে আসছে। গত ১ জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবসেও গণ্ডগোল হয়েছে ভাঙড়ে। আরাবুল ইসলাম এবং শওকত মোল্লার মধ্যে বারবার ঝামেলা দলের অস্বস্তি বাড়িয়েছে। তাছাড়া ইদানিং আরাবুলের বিভিন্ন কাজকর্ম দলকে  অস্বস্তির মুখে ফেলেছে বলে মনে করছে তৃণমূল নেতৃত্ব। তাই তাঁকেও সাসপেন্ড করা হয়েছে বলে খবর।


    দু’জনকেই অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করেছে তৃণমূল। দলের সিদ্ধান্ত নিয়ে আরাবুল কোনও বক্তব্য দিতে চাননি। শান্তনু সেন বলেন, ‘আমি সবসময় দলের হয়ে কথা বলেছি। এখন কী অপরাধ করলাম যে দল আমার বিরুদ্ধে এই পদক্ষেপ করল, বুঝতে পারছি না।’ 
  • Link to this news (বর্তমান)