নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য থেকে আদায় হওয়া কেন্দ্রীয় করের অংশ হিসেবে ১৩ হাজার ১৭ কোটি টাকা পেল বাংলা। শুক্রবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। এদিন দেশের সবক’টি রাজ্যের জন্য মোট ১ লক্ষ ৭৩ হাজার ৩০ কোটি টাকা ছাড়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্র। ২০২৪ সালের ডিসেম্বর মাসে ছিল এই পরিমাণ ছিল ৮৯ হাজার ৮৬ কোটি টাকা। জানুয়ারিতে এই খাতে সর্বাধিক ৩১ হাজার ৩৯ কোটি টাকা দেওয়া হয়েছে উত্তরপ্রদেশকে। সর্বনিম্ন ৬৬৭ কোটি টাকা পেয়েছে গোয়া।