• এটিএম বসানোর নামে জালিয়াতি সিআইডির হাতে গ্রেপ্তার এক
    বর্তমান | ১১ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এক স্বর্ণঋণ প্রদানকারী সংস্থার এটিএম বসানোর টোপ দিয়ে সত্তর হাজার টাকা হাতাল জালিয়াতিরা। এই ঘটনায় জড়িত সন্দেহে বিহার থেকে রজনীশ রঞ্জন নামে একজনকে গ্রেপ্তার করেছে সিআইডি। তাঁর সঙ্গে আর কারা কারা রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।


    সোদপুরের বাসিন্দা এক ব্যক্তি কিছুদিন আগে তাঁর জায়গায় কোনও ব্যাঙ্কের এটিএম বসানো যায় কি না, সেই ব্যাপারে খোঁজ করছিলেন। সেই সূত্র ধরে রজনীশ অভিযোগকারীকে ফোন করে জানান, তাঁদের কোম্পানি ওই এলাকায় এটিএম বসাবে। এজন্য তাঁর কাছে সত্তর হাজার টাকার প্রসেসিং ফি চাওয়া হয়। অভিযোগকারী তা দিয়েও দেন। কিন্তু আট মাস পেরিয়ে গেলেও এটিএম না বসায় পুলিসে অভিযোগ করেন তিনি। এরপরই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় বিহার থেকে।
  • Link to this news (বর্তমান)