নিজস্ব প্রতিনিধি, হাওড়া: শ্বশুর, শাশুড়ির সঙ্গে এক ছাদের তলায় না থাকা নিয়ে প্রায়ই স্বামীর সঙ্গে অশান্তি চরমে উঠত গৃহবধূর। তারই জেরে বাড়ির ছাদে গিয়ে গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হয়েছেন ওই গৃহবধূ। গত বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে হাওড়ার আন্দুলের পোদরার সরকারপাড়ায়। মৃতার নাম পিঙ্কি বোস (৪২)। স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে স্বামী কৃশানু বোসকে গ্রেপ্তার করেছে পুলিস।
পুলিস সূত্রে জানা গিয়েছে, গৃহবধূ পিঙ্কি বিয়ের পর থেকেই শ্বশুর, শাশুড়ির সঙ্গে থাকতে চাইতেন না। দীর্ঘদিন ধরেই তিনি আলাদা থাকার জন্য স্বামীর উপরে চাপ দিতেন। সেকারণে বাড়ি ছেড়ে পোদরার সরকারপাড়ায় স্বামী কৃশানুর সঙ্গে আলাদা থাকতেন তিনি। গত বুধবার গৃহবধূর জন্মদিন ছিল। স্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে মাকে বাড়িতে ডেকে এনেছিলেন কৃশানু। উদ্দেশ্য ছিল, স্ত্রীর সঙ্গে মায়ের পুরনো ঝামেলা মিটমাট করিয়ে দেওয়া। জন্মদিনের অনুষ্ঠানে শাশুড়ির আসা নিয়ে ফের অশান্তি শুরু করেন গৃহবধূ। শেষমেশ অনুষ্ঠানই বাতিল হয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল থেকেই স্বামী ও স্ত্রীর মধ্যে তুমুল ঝামেলা চলছিল। এরপর দুপুরে কৃশানু কাজে বেরিয়ে গেলে পিঙ্কি ছাদে উঠে গায়ে আগুন ধরিয়ে দেয়। তাঁর চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন। আশঙ্কাজনক অবস্থায় গৃহবধূকে কলকাতার পিজি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।