সংবাদদাতা, বারুইপুর: অবশেষে স্বস্তি। বৃহস্পতিবার রাতে নগেনাবাদ মোল্লাপাড়া সংলগ্ন জঙ্গল থেকে বাঘ নিজের ডেরা আজমলমারি এক নম্বর জঙ্গলে চলে গিয়েছে বলে জানাল বনদপ্তর। শুক্রবার সকালে টাইগার কুইক রেসপন্স টিমের সদস্যরা জঙ্গলে বাঘের পায়ের ছাপ ধরে তল্লাশি চালান। তারপর জানান, বাঘ গ্রাম সংলগ্ন জঙ্গলে নেই।
বৃহস্পতিবার নগেনাবাদ মোল্লাপাড়ায় মাগরি নদীর পাড়ে বাঘের পায়ের ছাপ দেখা গিয়েছিল। বাঘের গর্জনও শোনা গিয়েছিল। তারপর বনদপ্তর প্রাণীটির অবস্থান আন্দাজ করে ৫০০ মিটার জঙ্গল স্টিলের জাল দিয়ে ঘিরে দেয়। তবে প্রাণ বাঁচাতে দরজা এঁটে গ্রামের লোকজন রাত জাগে। বাঘ বারবার জঙ্গল থেকে বেরিয়ে আসার ঘটনায় এক সপ্তাহ ধরে আতঙ্কে শ্রীকান্তপল্লি, উত্তর বৈকুণ্ঠপুর, দক্ষিণ বৈকুণ্ঠপুর, নগেনাবাদ। বনদপ্তরের এক আধিকারিক বলেন, শুয়োর ও গবাদি পশুর গন্ধে বাঘ বেরিয়ে আসছে বলে মনে হচ্ছে। কারণ দক্ষিণ বৈকুণ্ঠপুর এলাকায় দেখা গিয়েছিল একটি মরা ষাঁড় মুখে টেনে নিয়ে যাওযার চেষ্টা করেছিল রয়েল বেঙ্গল টাইগার। দক্ষিণ ২৪ পরগনা বন বিভাগীয় আধিকারিক নিশা গোস্বামী বলেন, ‘পায়ের ছাপ পর্যবেক্ষণ করে বোঝা গিয়েছে বাঘটি এই জঙ্গল থেকে বেরিয়ে মাগরি নদী সাঁতরে চলে গিয়েছে নিজের জঙ্গলে। তবে আগামী কয়েকদিন সতর্কতামুলক ব্যবস্থা বহাল থাকবে। নগেনাবাদ, কিশোরী মোহনপুর, ভুবনেশ্বরী, বৈকুণ্ঠপুরে নজরদারি চলবে। নদীতে বোটের মাধ্যমে নজরদারি চলবে।