• দেগঙ্গার নিখোঁজ যুবকের মৃতদেহ ফিরল বাড়িতে
    বর্তমান | ১১ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: ১২ দিন নিখোঁজ থাকার পর ছেলের মৃত্যু সংবাদ এল বাড়িতে। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম আপ্পান আলি বৈদ্য (৩৩)। বাড়ি দেগঙ্গার গাংআটি গ্রামে। শুক্রবার সন্ধ্যায় কলকাতার আর জি কর হাসপাতাল থেকে তাঁর মৃতদেহ নিয়ে আসা হয় গ্রামের বাড়িতে। মৃতদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন আত্মীয়রা।


    পরিবার সূত্রে জানা গিয়েছে, ২৮ ডিসেম্বর বাড়ি থেকে বের হন আপ্পান। তারপর থেকে তাঁর কোনও খোঁজ মিলছিল না। ৪ঠা জানুয়ারি দেগঙ্গা থানায় নিখোঁজের অভিযোগ হয়। মৃতের দাদা জাহাঙ্গির গাজি বলেন, আপ্পান দুর্ঘটনায় মারা গিয়েছে বলেই শুক্রবার ফোন করে আমাদের জানান ভাইয়ের শ্বশুরবাড়ির লোকজন। এরপর এদিন বেলা ১১টায় কলকাতার আর জি কর হাসপাতালে গিয়ে মৃতদেহ শনাক্তও করেছি আমরা। তিনি আরও বলেন, আমরা জানতে পারি কৈখালির কাছে ফ্লাইওভারে দুর্ঘটনায় জখম হয়েছিল আপ্পান। এক সিভিক ভলান্টিয়ার তাঁকে আর জি কর হাসপাতালে ভর্তি করেন। সেখানেই তাঁর মৃত্যু হয়েছে।
  • Link to this news (বর্তমান)