সংবাদদাতা, বসিরহাট: সীমান্ত এলাকায় শিশু ও নারী পাচার রুখতে সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করেছিল বিএসএফ ও একটি স্বেচ্ছাসেবী সংগঠন। স্বরূপনগর ব্লকের হাকিমপুর বিএসএফের ১৪৩ নম্বর ব্যাটালিয়ন ও একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে এদিন স্বরূপনগরের নবাতকাঠি কে এম এস সি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে এই কর্মসূচি হয়। সেখানে জানানো হয়, সীমান্ত এলাকায় ছাত্র ও যুব সমাজকে নিষিদ্ধ মাদক পাচার সহ একাধিক দুষ্কৃতীমূলক কাজের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এছাড়াও পরিবারের দারিদ্র্যতা জন্য অল্পবয়সে মেয়েদের বিয়ে দিয়ে দিচ্ছে পরিবারের সদস্যরা। সকলকে সচেতন করতেই এই কর্মসূচির আয়োজন করা হয়।