• বিজেপিতে যোগদানের প্রস্তাব দিয়ে ফোন এসেছিল, বিস্ফোরক দাবি ফিরহাদ হাকিমের
    হিন্দুস্তান টাইমস | ১১ জানুয়ারি ২০২৫
  • ফোন করে বিজেপিতে যোগদানের প্রস্তাব দেওয়া হয়েছে তাঁকে। এমনই বিস্ফোরক দাবি করলেন কলকাতার মেয়র ও রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। শুক্রবার কলকাতা পুরসভায় সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতার সময় একথা বলেন তিনি। ফিরহাদের এই বক্তব্য নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

    অন্যান্য দিনের মতো শুক্রবার কলকাতা পুরসভায় সাংবাদিক বৈঠকে খোশমেজাজে ছিলেন ফিরহাদ হাকিম। সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দিচ্ছিলেন তিনি। তখনই বিজেপির সদস্যতা অভিযান নিয়ে ফিরহাদকে প্রশ্ন করেন এক সাংবাদিক। জবাবে ফিরহাদ বলেন, ‘একটা ফোন এসেছিল আমার কাছে। বলল বিজেপির সদস্য হবেন? তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। আমি বললাম, আমি বিজেপির বিরুদ্ধের লোক। বলে ফোনটা ছেড়ে দিলাম।’

    ফিরহাদের এই মন্তব্যে রাজনৈতিক মহলে তুমুল জল্পনা শুরু হয়েছে। তৃণমূলের আদি - নব্য দ্বন্দে লাগাতার কোণঠাসা হয়ে পড়ছেন ফিরহাদ। মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বস্ত বৃত্তের অন্যতম সদস্যকে সম্প্রতি নানা হামলা সামলাতে হচ্ছে দলের ভিতর থেকেই। তারই মধ্যে ফিরহাদের প্রকাশ্য স্বীকারোক্তিতে প্রশ্ন উঠছে, তবে কি তাঁর কাছে বিজেপিতে যোগদানের রাস্তা খোলা রয়েছে বলে দলের একাংশকে বার্তা দিতে চাইলেন ফিরহাদ।

    বিজেপির অবশ্য দাবি, বিষয়টিকে গুরুত্ব দেওয়ার কিছু নেই। বিজেপির সদস্যতা কর্মসূচিতে সবাইকেই ফোন করা হচ্ছে। তার মধ্যে ফিরহাদও রয়েছে। বিজেপির কোনও নেতা তাঁকে ফোন করেননি। ফোন করেছেন দলের সদস্যতা কর্মসূচির দায়িত্বে থাকা কোনও স্বেচ্ছাসেবক। এমন ফোন অনেকেই পেয়েছেন।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)