কাঁটাতারের বেড়া বসানো নিয়ে ধুন্ধুমার কাণ্ড বেধে গেল কোচবিহার জেলার মেকলিগঞ্জের বাগডোকরা ফুলকাটারি গ্রাম পঞ্চায়েতের দহগ্রাম সীমান্ত এলাকায়। ওই এলাকায় গ্রামবাসীদের দিয়ে কাঁটাতারের বেড়া দিচ্ছিল বিএসএফ। কথা ছিল দেড় কিমি এলাকায় বেড়া বসানো হবে। আর এই কাজেই বাধা দেয় বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি। আর তখনই বাধে গন্ডগোল।
ঘটনার পরিপ্রেক্ষিতে গ্রামবাসীদের সঙ্গে বিজিবির প্রথমে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। ক্রমশই পরিস্থিতি অগ্নিগর্ভ হতে শুরু করে। যার জেরে আপাতত বন্ধ রাখা হয়েছে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ। এর আগেও একই উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হয়েছিল মালদহের বৈষ্ণবনগর এবং শুকদেবপুর গ্রামে। ওপারে বাংলাদেশের শিবগঞ্জ এলাকা।
অভিযোগ, সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু হতেই ওপার থেকে বিজিবি আপত্তি তোলে। অসমর্থিত সূত্রের খবর, সীমান্ত সংলগ্ন গ্রামে ধান জমির মধ্যেই মাটি কেটে বাঙ্কার তৈরি করেছে বিজিবি। যে বিষয়টি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে শোরগোল।
প্রসঙ্গত, গত কয়েক মাস ধরে বাংলাদেশে অশান্তির যে পরিবেশ সৃষ্টি হয়েছে যার জেরে ওপার থেকে এপারে অনুপ্রবেশের পরিবেশ তৈরি হয়েছে। অন্যদিকে সীমান্তের বহু এলাকায় এখনও কাঁটাতারের কোনও বেড়া নেই। আর সেই সমস্ত জায়গায় যখনই বিএসএফ বেড়া দেওয়ার কাজ করতে যাচ্ছে, তখনই বিএসএফ এবং বিজিবির মধ্যে সংঘাতের পরিস্থিতি তৈরি হচ্ছে। যার ফলে ক্রমশই উত্তেজনা বাড়ছে সীমান্তের গ্রামগুলিতে।