• সাতসকালে শহরে ফের দুর্ঘটনা! যুবভারতীর সামনে উলটে গেল গাড়ি, আটক মদ্যপ চালক
    প্রতিদিন | ১১ জানুয়ারি ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শহরে ফের দুর্ঘটনা। শনিবার সাতসকালে যুবভারতী স্টেডিয়ামের পাঁচ নম্বর গেটের সামনে ল্যাম্প পোস্টে ধাক্কা মারে একটি গাড়ি। তারপর নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় গাড়িটি। চালক ও এক আরোহীকে উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে যায় বেলেঘাটা ট্রাফিক পুলিশ।

    জানা গিয়েছে, এদিন সকালে উলটোডাঙার দিক থেকে একটি প্রাইভেট গাড়ি তীব্র গতিতে ছুটে আসছিল। যুবভারতী স্টেডিয়ামের পাঁচ নম্বর গেটের সামনের ল্যাম্পে ধাক্কা মারে সেটি। ধাক্কার জেরে দুমড়ে-মুচড়ে যায় লোহার পোস্টটি। নিয়ন্ত্রণ হারিয়ে কিছুটা দূরেই উল্টে যায় গাড়িটি। গাড়টির সামনের অংশ ভেঙেচুরে গিয়েছে। তবে হতাহতের কোনও খবর নেই।

    পুলিশের দাবি, চালক ও আরোহী দুজনেই মদ্যপ অবস্থায় ছিলেন। তারপরে অতিরিক্ত গতিতে গাড়ি চালাচ্ছিলেন চালক। তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পর জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে গাড়টিও।

    শুক্রবার বড়বাজার চত্বরে ৪ পথচারীকে পিষে দেয় যাত্রী ভর্তি বাস। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক মহিলার। মহাত্মা গান্ধী রোড ও কলাকার স্ট্রিটের সংযোগস্থলে ঘটে দুর্ঘটনাটি। ব্রেক ফেল করে এই দুর্ঘটনা বলে অনুমান। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের দুর্ঘটনা। শহরে একের পর দুর্ঘটনা নিয়ে প্রশ্ন উঠছে। সম্প্রতি, ট্রাফিক পুলিশের তরফ থেকে বাস মালিকদের ডেকে সর্তক করা হয়। তারপরও দুর্ঘটনা লেগেই রয়েছে।
  • Link to this news (প্রতিদিন)