• শিয়ালদহ স্টেশনের কাছেই ‘ফুড কোর্ট’-এ আগুন, আতঙ্কিত যাত্রীরা
    এই সময় | ১১ জানুয়ারি ২০২৫
  • শিয়ালদহ স্টেশনের কাছেই একটি ফুড কোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য। শনিবার বিকেলে স্টেশন থেকে ঢিল ছোড়া দূরত্বে ‘ফুড কোর্ট’-এ হঠাৎ আগুন লেগে যায়। দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়েছে বলে খবর। কী  কারণে আগুন লেগেছে, সে ব্যাপারে কিছু জানায়নি দমকল। তবে ব্যস্ত সময়ে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে স্টেশন চত্বরে। 

    যাত্রীরা জানান, এ দিন বিকেল চারটে নাগাদ আচমকা ওই ফুড কোর্টে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। কালো ধোঁয়ায় ভোরে যায় সেশন চত্বর। ওই ফুড কোর্টের কাছেই রয়েছে অটো, ট্যাক্সি স্ট্যান্ড। কাছেই রয়েছে মেট্রো স্টেশন। স্টেশন চত্বরে ঠাসা ভিড়ের মাঝেই অগ্নিকাণ্ডের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। 

    দমকল সূত্রে জানা গিয়েছে, মোট তিনটি ইঞ্জিন আনা হয়েছিল শিয়ালদা স্টেশন চত্বরে। শর্ট সার্কিট থেকে ওই ফুড কোর্টে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। ফুড কোর্টটির অধিকাংশ অংশই পুড়ে ছাই হয়ে যায়। তবে হতাহতের কোনও খবর নেই।

  • Link to this news (এই সময়)