• দিঘায় জগন্নাথদেবের ‘মাসির বাড়ি’-র প্রণামী বাক্স লুট দুষ্কৃতীদের, শোরগোল
    এই সময় | ১১ জানুয়ারি ২০২৫
  • দিঘায় পুরনো জগন্নাথ মন্দিরে প্রণামী বাক্স লুটের অভিযোগ। ঘটনার তদন্তে পুলিশ। দিঘা থানার থেকে সামান্য দূরেই পুরনো জগন্নাথ মন্দির। ওই মন্দিরটি দিঘায় তৈরি হওয়া নতুন জগন্নাথ ধামের মাসির বাড়ি হবে বলে ইতিমধ্যেই ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, রাতের অন্ধকারে মন্দিরের গ্রিল টপকে ভেতরে ঢুকে প্রণামী বাক্সের টাকা লুট করে নিয়ে যায় দুষ্কৃতীরা, অভিযোগ মন্দির পরিচালন কমিটির। স্থানীয় পুলিশ চুরির ঘটনার তদন্ত শুরু করেছে। 

    মন্দির পরিচালন কমিটির সভাপতি সুশীল প্রধান জানান, মঙ্গলবার রাতে প্রণামী বাক্স ভেঙে চুরির ঘটনা ঘটেছে। মন্দির কমিটির নজরে আসার সঙ্গে সঙ্গে পুলিশকে জানানো হয়। মন্দির সংস্কার হওয়ার পর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরাল করা হবে। সেই সময়ে এই ধরনের ঘটনা কমবে বলে আশাবাদী পরিচালন কমিটির সভাপতি। প্রণামী বাক্স লুটের ঘটনা সামনে আসে শনিবার।

    দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের কার্যনির্বাহী আধিকারিক অপূর্বকুমার বিশ্বাস জানান, জগন্নাথ দেবের মাসির বাড়ি যাওয়ার রাস্তার মুখে একটি তোরণ তৈরি হচ্ছে। সেই কারণে মন্দিরের আশেপাশের এলাকায় পর্যটকদের যাতায়াত কমে গিয়েছে কয়েকদিন ধরে। এই সুযোগে মন্দিরে চুরির ঘটনা ঘটেছে বলে সন্দেহ করা হচ্ছে। 

    আগামী সোমবার থেকে এই মন্দির সংস্কারের কাজ শুরু হবে। ওল্ড দিঘায় জগন্নাথ ঘাটে ওয়াচ টাওয়ার তৈরি হচ্ছে। সেখানে পর্যাপ্ত আলোর ব্যবস্থাও হবে। পাশাপাশি পুরো এলাকা সিসিটিভির আওতাতে চলে আসবে। 

    পর্যটকদের উৎসাহিত করতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি উদ্যোগে দিঘা রেল স্টেশন সংলগ্ন এলাকায় জগন্নাথদেবের মন্দির তৈরি করেছেন। আগামী অক্ষয় তৃতীয়ার দিনে সেই মন্দিরের উদ্বোধন হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী নিজেই। ফলে দিঘায় আগামীতে পর্যটকদের সংখ্যা আরও বাড়বে বলে মনে করছে প্রশাসন। ধর্মীয় স্থানগুলিতে নিরাপত্তার উপরে বিশেষ জোর দেওয়া হচ্ছে বলে জানান জেলার পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য।

  • Link to this news (এই সময়)