• গাঁয়ের স্কুলে পড়ুয়া থেকে শিক্ষকের ডিজিটাল হাজিরা
    এই সময় | ১১ জানুয়ারি ২০২৫
  • সৌমিত্র ঘোষ, ডোমজুড়

    রীতিমতো অভিনব দৃশ্য। খুদে পড়ুয়ারা স্কুলে আসছে গলায় আই–কার্ড ঝুলিয়ে। স্কুলে ঢোকার সময় সেই আই–কার্ড দরজার পাশে দেওয়ালে রাখা ট্যাব ক্যামেরার সামনে তুলে ধরলেই নথিভুক্ত হয়ে যাচ্ছে তার হাজিরা। পড়ুয়ার আই–কার্ড স্ক্যান হলেই সেই তথ্য বাড়িতে তার অভিভাবকের মোবাইলে এসএমএস আকারে পৌঁছে যাচ্ছে মুহুর্তে।

    না, কোনও ঝাঁ–চকচকে বেসরকারি কর্পোরেট স্কুলের চিত্র নয়। একেবারেই সাদামাটা গাঁ–গঞ্জের প্রাথমিক স্কুলে পড়ুয়া ও শিক্ষকদের জন্য এই ব্যবস্থা চালু হল এ বার। হাওড়ার ডোমজুড়ের উত্তর ঝাঁপড়দহ উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে এ দিনই চালু হল ডিজিটাল হাজিরার ব্যবস্থা। স্কুলের শিক্ষক–শিক্ষিকারা নিজেদের উদ্যোগে সকলের জন্য হাজিরার এই আধুনিক ব্যবস্থা চালু করলেন শুক্রবার। গত ২ জানুয়ারি থেকে পরীক্ষামূলক ভাবে ব্যবস্থাটি চালু করে তা সফল হওয়ায় এ দিনই তার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

    ডিজিটাল হাজিরার উদ্বোধন করেন হাওড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান কৃষ্ণ ঘোষ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কুমার দাস বলেন, ‘এখন বেসরকারি স্কুলগুলিতে ডিজিটাল উপস্থিতি–সহ ডিজিটাল ক্লাসরুম চালু হওয়ায় অভিভাবকরা তাঁদের ছেলেমেয়েদের সেখানেই পাঠাতে বেশি আগ্রহী। সরকারি প্রাথমিক স্কুলে যাতে ছেলেমেয়েদের পাঠাতে বাবা–মায়েরা আগ্রহী হন, সে কথা ভেবে এবং ছাত্রছাত্রীদের ডিজিটাল ব্যবস্থার প্রতি আগ্রহ বাড়াতে আমরাও তার সূচনা করলাম নিজেদের উদ্যোগে। এই উদ্যোগে অনেকের সাহায্যও পেয়েছি।’

    আগামী দিনে বিদ্যালয়ে ডিজিটাল ক্লাসরুমও চালু করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধান শিক্ষক। স্কুলের এই ডিজিটাল হাজিরা ব্যবস্থা চালু করতে স্কুল কর্তৃপক্ষ ভাড়ি নিয়েছেন সাইবার স্পেস। পড়ুয়ারা স্কুলে পৌঁছলেই বাড়িতে অভিভাবকের কাছে চলে যাচ্ছে এসএমএস। ফলে স্কুলে যাওয়ার পথে এদিক–ওদিক চলে যাওয়ার আশঙ্কাও থাকছে না। বাচ্চাদের স্কুলে পাঠিয়ে পরিবারের সদস্যরা অনেক বেশি স্বস্তি অনুভব করবেন বলেই আশাবাদী স্কুল কর্তৃপক্ষ।

    ডিজিটাল হাজিরার ব্যবস্থা চালু হওয়ায় পড়ুয়াদের স্কুলে আসার প্রবণতাও বেড়েছে বলে দাবি বিদ্যালয় কর্তৃপক্ষের। এখন প্রায় একশো শতাংশ পড়ুয়াই আসছে স্কুলে। এ দিন ডোমজুড়ের এই উচ্চ প্রাথমিক স্কুলের ডিজিটাল হাজিরা ব্যবস্থার আনুষ্ঠানিক উদ্বোধনের পরে হাওড়া জেলা প্রাথমিক স্কুল সংসদের চেয়ারম্যান কৃষ্ণ ঘোষ বলেন, ‘উত্তর ঝাঁপড়দহ উচ্চ প্রাথমিক স্কুলের শিক্ষকরা নিজেদের উদ্যোগে নিয়ে একটা ওয়েবসাইট তৈরি করেছেন। ছাত্রছাত্রী, শিক্ষক–শিক্ষিকা ও অন্যান্য কর্মচারীদের জন্যও ডিজিটাল হাজিরা চালু করেছেন। শিক্ষকরা কে, কখন স্কুলে আসছেন অথবা বেরিয়ে যাচ্ছেন, সেই তথ্যও জানা যাচ্ছে। এতে স্কুল অনেক বেশি শৃঙ্খলাপরায়ণ হয়ে উঠবে বলে আমার বিশ্বাস।’

  • Link to this news (এই সময়)