• সেতুর ডিসপ্লে বোর্ডের কিউআর কোডে জানানো যাবে অভিযোগ
    এই সময় | ১১ জানুয়ারি ২০২৫
  • অভ্র বন্দ্যোপাধ্যায়, কাটোয়া

    সেতুর ডিসপ্লে বোর্ডে কিউআর কোড থাকা বাধ্যতামূলক করল রাজ্য সরকার৷ এ বার থেকে রাজ্যের সব সেতুর মুখে থাকা ডিসপ্লে বোর্ডে কিউআর কোড বসানোর নির্দেশ দেওয়া হয়েছে৷ ওই কোড স্ক্যান করলেই পাওয়া যাবে যাবতীয় তথ্য। কোন দপ্তর সেতুটির রক্ষণাবেক্ষণ করে, এর দৈর্ঘ্য, প্রস্থ, নদীর নাম সমেত যাবতীয় তথ্য পাওয়া যাবে এক লহমায়। পাশাপাশি সেতু নিয়ে কোনও অভিযোগ থাকলে তাও জানানো যাবে কিউআর কোড স্ক্যান করে।

    ইতিমধ্যে কাটোয়া মহকুমা জুড়ে সেতুর ডিসপ্লে বোর্ডগুলিতে কিউআর কোড বসানোর কাজ শেষ হয়েছে। পূর্ব বর্ধমান জেলা পূর্ত দপ্তরের হাইওয়ে ডিভিশনের এগজ়িকিউটিভ ইঞ্জিনিয়ার পার্থসারথি কুণ্ডু বলেন, ‘কিউআর কোড স্ক্যান করলেই সেতু সম্পর্কে সব তথ্য পাওয়া যাবে৷ রাজ্য জুড়েই এটা করা হচ্ছে৷’ দপ্তর সূত্রে জানা গিয়েছে, নতুন ডিসপ্লে বোর্ডে প্রাথমিক তথ্য ছাড়াও সেতু তৈরির দিনক্ষণ, কোন রাস্তা বা নদীর উপরে সেতুটি রয়েছে, কতটা ভার নিতে সক্ষম, যানবাহনের গতি কত থাকবে, শেষ কবে রক্ষণাবেক্ষণের কাজ হয়েছে, তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ থাকবে এই বোর্ডে থাকা কিউআর কোডে।

    রাজ্যে পূর্ত দপ্তরের হাইওয়ে ডিভিশন ছাড়াও বিভিন্ন দপ্তরের অধীনে রয়েছে বহু ছোটো বড় সেতু। কোনওটির হয়তো জেলা পরিষদ থেকে রক্ষণাবেক্ষণ করা হয়, কোনওটির রক্ষণাবেক্ষণ করে আবার সেচ দপ্তর। আবার পূর্ত দপ্তরের বেশ কয়েকটি বিভাগ থেকেও সেতু সংস্কার করা হয়৷ বাস্তবে দেখা গিয়েছে, দুর্ঘটনা ঘটলে দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করে দপ্তরগুলি। এক দপ্তর অন্য দপ্তরের ঘাড়ে রক্ষণাবেক্ষণের দায় চাপানোর চেষ্টাও করে। এ বার থেকে দায় চাপানোর সেই সুযোগ থাকবে না বলেই দাবি করা হচ্ছে। পুরো বিষয়টিই চলে আসবে জনসাধারণের সামনে।

    কাটোয়ায় পূর্ত দপ্তর (সড়ক)–এর অধীনে ছোট বড় মিলিয়ে মোট ১২টি সেতু আছে। অজয় নদের উপরে চরখির কাছে রয়েছে কাশীরাম দাস সেতু। দাঁইহাট–মন্তেশ্বর রোডে রয়েছে ৫টি সেতু। অগ্রদ্বীপ থেকে দেয়াসিন যাওয়ার পথে রয়েছে ২টি সেতু। কাটোয়া-কড়ুই রাস্তায় পঞ্চাননতলায় একটি সেতু, কৈচর থেকে সিঙ্গি যাওয়ার রাস্তায় ৩টি সেতু ও মঙ্গলকোটের নতুনহাট থেকে মাজিগ্রাম ও কৈচর থেকে শ্রীখণ্ড যাওয়ার পথে একটি সেতু রয়েছে। প্রত্যেকটি সেতুতেই নতুন ডিসপ্লে বোর্ড বসানো হয়েছে৷

  • Link to this news (এই সময়)