• বেপরোয়া গতির মোটরসাইকেল, ফের প্রাণ কাড়ল দুই স্কুল পড়ুয়ার...
    আজকাল | ১১ জানুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: কলেজের ‘‌ফেস্ট’‌ দেখে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই স্কুল পড়ুয়ার। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে মুর্শিদাবাদের লালগোলা থানার দেওয়ানসরাই নিমতলা বিদ্যুৎ অফিসের কাছে। 

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দুই স্কুল ছাত্রের নাম রবিউল ইসলাম (২০) এবং মনিরুল চৌধুরী (২০)। দু’‌জনেরই বাড়ি লালগোলা থানার চুঁয়াপুকুর–পাইকপাড়া এলাকায়। দুই ছাত্রের এবছর রাজারামপুর হাইস্কুল থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসার কথা ছিল। 

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল লালগোলা কলেজের ‘‌ফেস্ট’‌ দেখে রাত ন’‌টা নাগাদ রবিউল এবং মনিরুল দ্রুতগতিতে একটি মোটরসাইকেল চালিয়ে বাড়ি  ফিরছিলেন। তাঁরা যখন নিমতলা বিদ্যুৎ দপ্তরের অফিসের কাছাকাছি পৌঁছন সেই সময় গণেশপুর–দেওয়ানসরাই গ্রামের বাসিন্দা জনৈক মিয়ারুল শেখ (৩০) গ্রামের রাস্তা ধরে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। 

    রাতের অন্ধকারে দ্রুতগতিতে বাইক চালানোর জন্য ওই দুই স্কুল ছাত্র দূর থেকে মিয়ারুলকে দেখতে পাননি। প্রচন্ড গতিতে তাঁরা মোটরসাইকেলটি নিয়ে মিয়ারুলের সাইকেলে ধাক্কা মারেন এবং নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের বাইক একটি বাড়ির দেওয়ালেও ধাক্কা মারে। দুর্ঘটনায় তিনজনই রাস্তায়  ছিটকে পড়েন। স্থানীয় বাসিন্দারা তাঁদেরকে উদ্ধার করে নিকটবর্তী কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা রবিউল এবং মনিরুলকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর আহত মিয়ারুল শেখ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার সময় রবিউল বা মনিরুল কারও মাথাতেই হেলমেট ছিল না। বাইক থেকে রাস্তায় ছিটকে পড়ে দু’‌জনেরই মাথায় গুরুতর চোট লাগে এবং ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।

     

     
  • Link to this news (আজকাল)