• ১০০ দিনের কাজের টাকা বন্ধ নিয়ে বিজেপি অফিসের সামনে বিক্ষোভ গ্রামীণ শ্রমিকদের
    আজকাল | ১১ জানুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: তিন বছর ধরে পাওয়া যাচ্ছে না কেন্দ্রের ১০০ দিনের কাজের টাকা। প্রতিবাদে সল্টলেকের বিজেপি অফিসের সামনে বিক্ষোভ দেখালেন শ্রমিকরা। তাঁদের অভিযোগ, গ্রামীণ এলাকায় কর্মসংস্থানের জন্য এই টাকা না পাওয়ায় সমস্যায় পড়েছেন জবকার্ড হোল্ডাররা। শনিবার রাজ্যের বিভিন্ন জেলা থেকে ক্ষেত মজুর সংগঠনের শ্রমিকরা জড়ো হন বিজেপি অফিসের সামনে। শেষপর্যন্ত তাঁদের এক প্রতিনিধি দল বিজেপি অফিসে একটি ডেপুটেশন দেওয়ার পাশাপাশি বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্যের সঙ্গে দেখা করে তাঁর কাছে এবিষয়ে ব্যবস্থা গ্রহণে উদ্যোগী হতে আর্জি জানান বলে জানা গিয়েছে। 

     

     

    শ্রমিকদের অভিযোগ, গত তিন বছর ধরে এই প্রকল্পের টাকা কেন্দ্র না দেওয়ায় সমস্যায় পড়েছেন বিভিন্ন জেলার কয়েক লক্ষ শ্রমিক ও তাঁদের পরিবার। এই প্রকল্পের আওতায় তাঁদের জীবন অনেকাংশে নির্ভরশীল। কিন্তু বছরের পর বছর ধরে কেন্দ্রীয় সরকারের এই যোজনার টাকা না আসায় বহু শ্রমিক আজ চরম বিপদের মুখোমুখি। খাবারের টাকাও জোগাড় করতে পারছেন না তাঁরা। 

     

    বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখানোর পর বিক্ষোভকারীদের তরফে পাঁচজন প্রতিনিধিদের একটি দল বিজেপি অফিসে গিয়ে একটি ডেপুটেশন জমা দিয়ে শমীক ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন। এবিষয়ে শমীক জানান, বিক্ষোভকারীরা তাঁদের দাবি নিয়ে নবান্নে যান। এটা কোনও সরকারি দপ্তর নয়। বিজেপির কার্যালয়।
  • Link to this news (আজকাল)