শিয়ালদহ স্টেশনের পাশে আগুন, দাউ দাউ করে জ্বলছে খাবারের দোকান
আজকাল | ১১ জানুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ব্যস্ত শিয়ালদহ স্টেশনের বাইরে ফুড-কোর্টে আগুন লেগেছে। শনিবার বিকেলে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে স্টেশন চত্বরে। তবে হতাহতের কোনও খবর নেই। স্থানীয় সূত্রের জানা গিয়েছে, শনিবার বিকেল ৪টে নাগাদ শিয়ালদহ স্টেশনের ঠিক পাশের 'ফুড কোর্ট'-এ আগুন লাগে যায়। আগুন চারপাশে ছড়াতে শুরু করে। কালো ধোঁয়ায় ঢাকে যায় স্টেশন চত্বর। খবর দেওয়া হয় দমকলে।
প্রায় আধ ঘণ্টা বাদে দমকলের তিনটি ইঞ্জিন শিয়ালদহ স্টেশন চত্বরে পৌঁছায়। এরপর ঘিঞ্জি এলাকায় ফায়ার-বল ছুড়ে আগুন নেভানোর চেষ্টা করা হয়। তাতেই আগুন নিয়ন্ত্রণে আসে।
যে জায়গাটিতে আগুন লাগে, তার কাছেই স্টেশনের অটো এবং ট্যাক্সি স্ট্যান্ড। স্বাভাবিকভাবেই সেখানে প্রচুর মানুষের আনাগোনা। তাই অগ্নিকাণ্ডের ঘটনায় আশঙ্কা ছড়িয়েছিল। তবে, তেমন কিছু ঘটেনি।