• শিয়ালদা স্টেশনের বাইরে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকল
    আজ তক | ১১ জানুয়ারি ২০২৫
  • শিয়ালদা স্টেশনের বাইরে একটি ফুডকোর্ডে ভয়াবহ অগ্নিকাণ্ড। শনিবার বিকেল ৪টে নাগাদ আগুন লাগে। এরককম জনবহুল এলাকায় আগুন লাগায় তুমুল আতঙ্ক ছড়ায়। খবর পেয়ে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের জেরে ওই এলাকায় যানজট তৈরি হয়। হতাহতের খবর পাওয়া যায়নি।

    শনিবার বিকেল ৪টে নাগাদ শিয়ালদা স্টেশনের দক্ষিণ দিকে থাকা ওই ফুড কোর্টে আগুন লাগে। দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। গোটা এলাকা ধোঁয়ায় ভরে যায়। ফুড কোর্টের কর্মী ও স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা করেন প্রথমে। খবর পেয়ে দমকলের ৩টি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। আধ ঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে। ওই ফুট কোর্ডের অদূরেই রয়েছে অটো ও ট্যাক্সি স্ট্যান্ড। এছাড়াও পাশেই রয়েছে শিয়ালদা মেট্রো স্টেশন ও বিআর সিং হাসপাতাল। ফলে প্রচুর মানুষের আনাগোনা হয় জায়গাটিতে। আগুন আরও বড় আকার নিলে ক্ষতি পরিমাণ বেড়ে যেত।

    এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়ন। তবে প্রচুর আর্থিক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ঠিক কী কারণে আগুন লেগেছিল তা এখনও পরিষ্কার নয়। এই বিষয়ে এখনও পর্যন্ত দমকলের তরফে কিছু জানানো হয়নি। তবে প্রাথমিক অনুমান, শর্টসার্কিট থেকেই এই দুর্ঘটনা। ফুড কোর্টে কোনও স্টোভ বা ওভেন থেকেই আগুন লেগে যায়।
  • Link to this news (আজ তক)