• শিয়ালদহ স্টেশনের বাইরে ফুড কোর্টে আগুন, অকুস্থলে দমকলের ৩টি ইঞ্জিন
    বর্তমান | ১১ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শিয়ালদহ স্টেশনের বাইরে ফুড কোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড। আচমকাই দাউদাউ করে জ্বলতে শুরু করে দোকানটি। খবর পেয়ে অকুস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। আজ, শনিবার বিকেল ৪টে নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। যার জেরে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে স্টেশন চত্বরে। স্থানীয় সূত্রে খবর, হঠাৎই আগুন লেগে যায় ওই ফুডকোর্টটিতে। নিমেষের মধ্যেই আগুনে পুড়ে যায় দোকানের একাংশ। আশপাশের মানুষজন ছুটে আসেন। তারা জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু লাভ হয়নি। কালো ধোঁয়ায় ঢেকে যায় স্টেশন চত্বর। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে আসে দমকলের তিনটি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন নেভানোর কাজ। অন্যদিকে, ওই ফুডকোর্টের কাছেই রয়েছে অটো এবং ট্যাক্সি স্ট্যান্ড। ফলে সেখানে থাকা মানুষজন এবং স্টেশনে আসা যাত্রীদের মধ্যেও চাঞ্চল্য দেখা দেয়। তবে দুর্ঘটনায় হতাহতের কোনও খবর এখনও পর্যন্ত মেলেনি। আর্থিক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে, ফুডকোর্টটিতে আগুন কী ভাবে লাগল তা এখনও পর্যন্ত জানা যায়নি। আগুন নেভার পরই তা জানা সম্ভব হবে বলে মনে করছেন দমকল আধিকারিকরা।
  • Link to this news (বর্তমান)