• ভারতে এসে দিল্লিতে বসবাস করছিল, বনগাঁ দিয়ে ফেরার পথে গ্রেফতার ৫ বাংলাদেশি
    ২৪ ঘন্টা | ১১ জানুয়ারি ২০২৫
  • মনোজ মণ্ডল: এক বাংলাদেশী-সহ একই পরিবারের মোট পাঁচজনকে গ্রেফতার করল বনগাঁ থানার পুলিস।  ওই পাঁচ জনের মধ্যে একজন বাংলাদেশি। পরিবারের বাকী ৪ জন দিল্লির বাসিন্দা। কাগজপত্র তেমনই বলছে। ধৃত বাংলাদেশি কিছুদিন আগেই এদেশে অনুপ্রবেশ করেন। বাকীদের কাছ থেকে উদ্ধার হয়েছে ভারতীয় পরিচয়পত্র। উদ্ধারহওয়া পরিচয় পত্রগুলি জাল কিনা তদন্ত করছে পুলিস।

    ভারতে এসে নকল পরিচয় পত্র বানিয়ে বসবাস করে ফের বাংলাদেশে ফেরার পথে পুলিসের হাতে আটক হল ওই ৫ বাংলাদেশি। শনিবার সকালে বনগাঁ থানার রামচন্দ্রপুর থেকে তাদের আটক করে বনগাঁ থানার পুলিস।

    পুলিস জানিয়েছে ধৃতদের নাম নান্নু মৃধা। বাড়ি বাংলাদেশের জালকাঠি জেলার নলসিটি থানা এলাকায়। আসমা মৃধা, পুন্নি মৃধা,রিয়া মৃধা ও আলিজা কুরেসি | আসমা, পুন্নি, রিয়া ও আলিজা নান্নু মৃধার মেয়ে। তারা দীর্ঘদিন ধরে উত্তর দিল্লিতে এসে জে জে কলোনিতে বসবাস করছিল।  

    ধৃতরা বেশ কয়েক বছর আগে বাংলাদেশ থেকে এসে দিল্লিতে বসবাসকালে নকল নথিপত্র যোগাড় করে ভারতীয় আধার কার্ড, পরিচয় পত্র তৈরি করে | এদিন জেরা করে পুলিস সবকিছু জানতে পারে।  শনিবার সকালে ধৃত নান্নু মৃধাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিস |

  • Link to this news (২৪ ঘন্টা)