ব্যস্ত সময়ে শিয়ালদহ স্টেশনের বাইরে ভয়াবহ আগুন, ছড়াল তুমুল আতঙ্ক
প্রতিদিন | ১১ জানুয়ারি ২০২৫
সুব্রত বিশ্বাস: দিনের ব্যস্ত সময়ে শিয়ালদহ স্টেশনের ঠিক বাইরে ভয়াবহ অগ্নিকাণ্ড। শনিবার বিকেলে স্টেশনের বাইরে একটি খাবারের দোকান থেকে ছড়িয়ে পড়ে দাউদাউ আগুন। এত জনবহুল এলাকায় আগুনের খবরে স্বভাবতই তুমুল আতঙ্ক ছড়ায়। সঙ্গে সঙ্গে খবর পাঠানো হয় দমকলে। তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। তবে আতঙ্কের পরিবেশ স্টেশন সংলগ্ন এলাকায়। অগ্নিকাণ্ডের জেরে ওই এলাকায় যানজট তৈরি হয়। বিকেলের ব্যস্ত সময় তা সামলাতে কিছুটা চাপে পড়ে ট্রাফিক পুলিশ। তবে শোনা গিয়েছে, ওই রাস্তা দিয়ে সমস্ত যানবাহনের রুট ঘুরিয়ে দেওয়া হয়েছে।
জানা যাচ্ছে, বিকেলে ৪ টে নাগাদ শিয়ালদহ স্টেশনের বাইরে রেলের কোচের মধ্যে যে অত্যাধুনিক রেস্তরাঁ চালু হয়েছে, সেখানেই আগুন লাগে। এসময় রেস্তরাঁয় বেশ ভিড় ছিল। আচমকা অগ্নিকাণ্ডের খবরে সকলে আতঙ্কিত হয়ে দ্রুত রেস্তরাঁ থেকে বেরতে চান। সেসময় ভিড়ের চাপে কয়েকজন অসুস্থ হয়ে পড়েন বলে খবর। খবর পেয়ে বিকেল ৪টে ১৫ নাগাদ দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। আধঘণ্টার মধ্যে তা নিয়ন্ত্রণে আসে বলেও খবর।
উল্লেখ্য, মাসখানেক আগেই রেলের কোচকে ঝকঝকে করে রেস্তরাঁয় পরিণত করা হয়েছে। তাতে ভালোই ভিড় হচ্ছে। যাত্রী ছাড়াও অনেকেই শিয়ালদহ স্টেশন সংলগ্ন এই রেস্তরাঁয় খাওয়াদাওয়া করতে আাসেন। শনিবারও তেমন ভিড় ছিল। এই অগ্নিকাণ্ডের জেরে আপাতত রেস্তরাঁটি বন্ধ করে দেওয়া হয়েছে। আবার কবে খুলবে, তা নিয়ে চিন্তিত কর্তৃপক্ষ। দমকলের প্রাথমিক অনুমান, রান্নার সরঞ্জাম থেকেই আগুন লেগেছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, কী কারণে আগুন, তা খতিয়ে দেখা হচ্ছে।