• বিষাক্ত স্যালাইনে প্রসূতি মৃত্যু! রিঙ্গার ল্যাকটেট-সহ ১০ ওষুধ নিষিদ্ধ
    প্রতিদিন | ১১ জানুয়ারি ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিষাক্ত স্যালাইনে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রসূতি মৃত্যু থেকে শিক্ষা! তড়িঘড়ি রিঙ্গার ল্যাকটেট-সহ ১০টি তরল ওষুধ নিষিদ্ধ করল রাজ্য সরকার। তরল ওষুধগুলির নাম উল্লেখ করে নয়া বিজ্ঞপ্তি জারি করেছে স্বাস্থ্যদপ্তর। কী কী ওষুধ নিষিদ্ধ করা হল?

    একনজরে নিষিদ্ধ ওষুধের তালিকা

    রাজ্যের সব সরকারি হাসপাতালে এই ওষুধগুলি ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশিকা না আসা পর্যন্ত এই নিয়ম বহাল থাকবে। 

    প্রসঙ্গত, মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রসূতি মৃত্যুতে একের পর এক মারাত্মক অভিযোগ উঠেছে। মেয়াদ উত্তীর্ণ, নিম্নমানের স‌্যালাইন ও ওষুধপত্র ব‌্যবহার করা হয়েছে রোগীদের। স‌্যালাইনের বোতলে ছত্রাকও মজুত ছিল বলে অভিযোগ সামনে এসেছে। বিষয়টি নিয়ে বৃহষ্পতিবারই হাসপাতাল সুপারকে লিখিতভাবে জানিয়ে ব‌্যবস্থা নেওয়ার আবেদন করা হয়েছিল। তার মধ্যেই শুক্রবার সকালে মারা যান মামনি রুইদাস(২০) নামে এক প্রসূতি। অসুস্থ হয়েছেন আরও চারজন। তাঁদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক ছিল। এদিন সকালে তাঁদের মধ্যে একজনের স্বাস্থ্যের উন্নতি হয়েছে। এই ঘটনার পরই নড়েচড়ে বসেছে রাজ্য স্বাস্থ্যদপ্তর। তড়িঘড়ি ওষুধ নিষিদ্ধ করা হল। 
  • Link to this news (প্রতিদিন)