কলকাতায় মেট্রোর সংখ্যা বাড়ছে অফিস টাইমে! দক্ষিণেশ্বর থেকে শেষ পরিষেবার সময় এগোল
হিন্দুস্তান টাইমস | ১১ জানুয়ারি ২০২৫
অফিসটাইমে পরিষেবা বাড়ানো হচ্ছে কলকাতা মেট্রোর ব্লু লাইনে কবি সুভাষ থেকে নোয়াপাড়ার মধ্যে ১৪টি বাড়তি মেট্রো চালানো হবে। সাতটি মেট্রো নোয়াপাড়া থেকে কবি সুভাষের দিকে যাবে। আর সাতটি মেট্রো কবি সুভাষ থেকে যাবে নোয়াপাড়ার দিকে। আর সেই সিদ্ধান্তের ফলে সোমবার থেকে শনিবার পর্যন্ত সকাল এবং সন্ধ্যার অফিসটাইমে ছয় মিনিটের ব্যবধানে মেট্রো চলবে। যদিও স্থায়ীভাবে সেটা হচ্ছে। আপাতত পরীক্ষামূলকভাবে ওই বাড়তি ১৪টি মেট্রো চালানো হবে বলে জানানো হয়েছে।
১) নোয়াপাড়া থেকে কবি সুভাষ: সকাল ৬ টা ৫০ মিনিট ।
২) কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর: সকাল ৬ টা ৫০ মিনিট ।
৩) দক্ষিণশ্বের থেকে কবি সুভাষ: সকাল ৬ টা ৫৫ মিনিট ।
৪) মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর: সকাল ৬ টা ৫৫ মিনিট ।
১) কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর: রাত ৯ টা ৩০ মিনিট ।
২) দক্ষিণশ্বের থেকে কবি সুভাষ: রাত ৯ টা ২৮ মিনিট ।
৩) কবি সুভাষ থেকে দমদম: রাত ৯ টা ৪০ মিনিট ।
কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, সোমবার থেকে শুক্রবার পর্যন্ত যেমন রাতে বিশেষ পরিষেবা মেলে, তাতে কোনও হেরফের হচ্ছে। অর্থাৎ কবি সুভাষ এবং দমদম স্টেশন থেকে রাত ১০ টা ৪০ মিনিটে স্পেশাল মেট্রো ছাড়বে।