• ভারত-বাংলাদেশ সীমান্তে এ বার নয়া উৎপাত, সুকদেবপুরে কৃষকদের ফসল নষ্টের অভিযোগ বাংলাদেশিদের বিরুদ্ধে
    এই সময় | ১১ জানুয়ারি ২০২৫
  • আবারও শিরোনামে মালদার সুকদেবপুর। এ বার ফসল নষ্ট করার অভিযোগ উঠল সীমান্ত লাগোয়া এলাকার বাংলাদেশিদের বিরুদ্ধে। কালিয়াচক-৩ ব্লকের সুকদেবপুর এলাকার কৃষকদের অভিযোগ, সীমান্ত লাগোয়া তাঁদের যে সব জমি রয়েছে, সেখানকার ফসল নষ্ট করে দেওয়া হয়েছে। তাঁদের অভিযোগ, যেহেতু কাঁটাতার দেওয়া হচ্ছে, তাই প্রতিহিংসা থেকে এ সব হচ্ছে।

    মালদা জেলার বৈষ্ণবনগর গ্রামপঞ্চায়েতের সুকদেবপুরে রয়েছে ভারত-বাংলাদেশ সীমান্ত। গত সোমবার এই সীমান্তে কাঁটাতার লাগানোর সময় বাংলাদেশের বিজিবির তরফে বিএসএফকে বাধা দেওয়া হয়। যদিও বিজিবির সে সব বাধা ধোপে টেকেনি। দুই দেশের ফ্ল্যাগ মিটিংয়ের পর বিএসএফ কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু করে।

    সীমান্তবর্তী গ্রামের বাসিন্দাদের অভিযোগ, বাধা দিয়েও সফল না হওয়ার পর থেকেই প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠেছেন ওপার বাংলার সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা। সুকদেবপুরের সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের অভিযোগ, সীমান্ত থেকে আরও ১৫০ গজের মতো ভিতরে ভারতীয়দের জমি। সব মিলিয়ে প্রায় হাজার বিঘার কাছাকাছি জমি বলে দাবি স্থানীয় বাসিন্দাদের।

    দিনের নির্দিষ্ট সময়ে জমির মালিকরা সেখানে যাওয়ার সুযোগ পান। তবে গত এক সপ্তাহে ফেন্সিং নিয়ে জটিলতার কারণে ভারতীয় কৃষকরা সেখানে যেতে পারেননি। এখন গম চাষের ভরা মরশুম।

    অভিযোগ, বিএসএফের তরফে অনুমতি নিয়ে সম্প্রতি ভারতীয় কৃষকরা সেখানে গিয়ে দেখেন, জমির গম কেটে নিয়ে যাওয়া হয়েছে। এক স্থানীয় বাসিন্দার অভিযোগ, ব্যাপক ক্ষতি করেছে গমের। শ্যালো মেশিন নষ্ট করে দিয়েছে। ইট ভরে দিয়েছে পাম্পের মুখে। শনিবার সুকদেবপুর বিএসএফ ক্যাম্পে গ্রামবাসীরা অভিযোগও জানান।

  • Link to this news (এই সময়)