• স্ত্রীকে লক্ষ্য করে পরপর গুলি, গ্রেপ্তার স্বামী, চাঞ্চল্যকর ঘটনা নৈহাটিতে
    এই সময় | ১২ জানুয়ারি ২০২৫
  • সবে তখন সন্ধ্যা। এলাকার বনেদি পরিবারের ঘর থেকে হঠাৎ ভেসে এল বিকট শব্দ। পর পর তিনবার জোরালো আওয়াজ হয়। স্থানীয়রা ছুটে এসে দেখেন গৃহকর্তার হাতে রয়েছে বন্দুক। মাটিতে লুটিয়ে রয়েছেন তাঁর স্ত্রী। নৈহাটির রাজেন্দ্রপুর এলাকায় ঘরেই নিজের স্ত্রীকে গুলি করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। অভিযুক্ত স্বামী মহেন্দ্রপ্রতাপ ঘোষকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। স্ত্রী চন্দ্রলেখা ঘোষ বর্তমানে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। 

    মহেন্দ্রর পরিবার ওই এলাকায় অত্যন্ত ধনী বলেই পরিচিত। বংশগতভাবে তাঁদের বড় মাছের ব্যবসা আছে বলে খবর। সেই বাড়ি থেকেই গুলির আওয়াজ শুনে এলাকার সকলেই  চমকে যান। পুলিশ সূত্রে খবর, স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরেই পারিবারিক বিবাদ ছিল। পরিবারের কাছে একটি লাইসেন্স প্রাপ্ত বন্দুক ছিল। সেই বন্দুক দিয়েই গুলি চালানো হয় বলে দাবি পুলিশের। মহেন্দ্রর স্ত্রী চন্দ্রলেখার হাত, পা ও বুকে তিনটি গুলি লাগে।

    ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। যদিও অভিযুক্তর কাকা এবং প্রতিবেশী বাবলু ঘোষ বলেন, ‘বন্দুক পরিষ্কার করতে গিয়ে গুলি ছুটে যায়। ভয় পেয়ে মহেন্দ্র বন্দুক মাটিতে ফেলতে গেলে আরও দুটি গুলি বেরিয়ে স্ত্রীর গায়ে লাগে।’ 

    তবে স্থানীয়রা দাবি করেছেন, সম্পত্তি নিয়ে ওই পরিবারের অশান্তি ছিল। স্বামী-স্ত্রীর মধ্যেও পারিবারিক বিবাদ হতো মাঝেমধ্যেই বলে দাবি অনেকেরই। গোটা ঘটনা তদন্ত করে দেখছে শিবদাসপুর থানার পুলিশ। নিছকই  দুর্ঘটনা না কি পারিবারিক অশান্তি তা খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। 

  • Link to this news (এই সময়)