• নিরীহ গ্রামবাসীর উপর গুলি এবং সরকারি কর্মীকে অফিসের মধ্যে মারধর, গ্রেপ্তার পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ...
    আজকাল | ১২ জানুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: গ্রামবাসীর উপর গুলি চালানোর ঘটনায় শুক্রবার মুর্শিদাবাদের নওদা থানার পুলিশের হাতে গ্রেপ্তার হলেন নওদা পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ তমাল শেখ সহ মোট পাঁচজন। 

    ওই কর্মাধ্যক্ষের বিরুদ্ধে পুলিশ নওদা পঞ্চায়েত সমিতির এক ক্যাশিয়ারকে  অফিসের মধ্যেই মারধর করার অভিযোগেও মামলা রুজু করেছে। ধৃত কর্মাধ্যক্ষ তমাল শেখ-সহ বাকি অভিযুক্তদের শনিবার বহরমপুর সিজেএম আদালতে ১৪ দিনের পুলিশি হেফাজতের আবেদন করে পেশ করা হলে বিচারক তাদের ১২ দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেন।

    গত ৪ জানুয়ারি নওদা থানার সর্বাঙ্গপুর- পূর্বপাড়ায় একটি ঠাকুর পুজোর বিসর্জনের সময় তৃণমূল কংগ্রেস কর্মীদের একটি গাড়িকে 'সাইড' দেওয়াকে কেন্দ্র করে কয়েকজনের সঙ্গে বিসর্জনে অংশ নেওয়া গ্রামবাসীদের বচসা হয়। সেই সময় কয়েকজন ব্যক্তি একটি গাড়ি থেকে নেমে বেশ কয়েক রাউন্ড গুলি চালায়।  এই ঘটনায় রিন্টু বিশ্বাস নামে এক যুবক গুলিবিদ্ধ হন। বর্তমানে তিনি মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

    গুলি চালানোর ঘটনায় নাম জড়িয়ে যায় মুর্শিদাবাদ জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ তথা নওদা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সফিউজ্জামান শেখ এবং তাঁর অনুগামীদের। 

    শুক্রবার মুর্শিদাবাদ পুলিশ জেলার সুপার সূর্যপ্রসাদ যাদব সফিউজ্জামানকে নিজের অফিসে ডেকে বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করেন। বহরমপুরে পুলিশ তাঁর গাড়িতে তল্লাশিও চালায়। এরপরই গ্রেপ্তার হয় বন ও ভূমি কর্মাধ্যক্ষ তমাল শেখ-সহ বাকিরা। সর্বাঙ্গপুরে গুলি চালানোর ঘটনায় আগেই সেহেরুল শেখ নাম এক ব্যক্তি গ্রেপ্তার হয়েছে। পুলিশ সূত্রের খবর, সেহেরুলকে জিজ্ঞাসাবাদেই গুলি চালানোর ঘটনার দিন সর্বাঙ্গপুরে তমাল এবং বাকিদের উপস্থিতির কথা জানা গিয়েছে ।

    অন্যদিকে গত ৯ তারিখ নওদা পঞ্চায়েত সমিতির সভাপতি শহিদুল ইসলাম পঞ্চায়েত সমিতির ক্যাশিয়ার তন্ময় দাসকে কোনও কারণে বারবার ফোন করলেও তিনি সময় মত ফোন ধরেননি। এই 'অপরাধে' সেদিনই তাঁকে অফিসের মধ্যে মারধর করার অভিযোগ ওঠে। এই ঘটনাতেও নাম জড়িয়ে যায় তমাল শেখের। 

    নওদা থানার এক আধিকারিক জানান, 'পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষের বিরুদ্ধে সর্বাঙ্গপুরে গুলি চালানো এবং পঞ্চায়েত সমিতির  মধ্যে ক্যাশিয়ার তন্ময় দাসকে মারধর করার অভিযোগ রয়েছে।দু'টি পৃথক মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।'

    নওদা বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক শাহিনা মমতাজ খান বলেন, 'গোটা ঘটনা দল ভাল চোখে দেখছে না। ইতিমধ্যে দলের শীর্ষ নেতৃত্বকে সবকিছু জানানো হয়েছে।'
  • Link to this news (আজকাল)