• বছরের শেষেই লক্ষ্মী লাভ, গত ডিসেম্বরে আলিপুর চিড়িয়াখানায় কত ভিড় হয়েছে জানেন?
    আজকাল | ১২ জানুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: ভিড়ের নিরীখে আগের বছরকে ছাপিয়ে গেল আলিপুর চিড়িয়াখানা। ২০২৪ সালের ডিসেম্বরে এই চিড়িয়াখানায় দর্শক এসেছিলেন ১০, ৩৩,৮০০ জন। যা ২০২৩ সালের তুলনায় অনেকটাই বেশি।  ভিড়ের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে চিড়িয়াখানার আয়ও।

    এবিষয়ে রাজ্যের বনদপ্তরের রাষ্ট্রমন্ত্রী বীরবাহা হাঁসদা আজকাল ডট ইন-কে বলেন, 'মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পরিকল্পনা ও উদ্যোগে রাজ্যের প্রতিটি চিড়িয়াখানা ঢেলে সাজানো হচ্ছে। আলিপুর চিড়িয়াখানায় আগের থেকে বন্যপ্রান ও পাখিদের সংখ্যাও বাড়ানো হয়েছে। সেইসঙ্গে আমাদের সমস্ত আধিকারিক ও কর্মীরা অক্লান্ত পরিশ্রম করছেন। সকলের সমবেত প্রচেষ্টায় চিড়িয়াখানা হয়ে উঠেছে আরও সুন্দর ও আকর্ষণীয়। তারই ফল হল এই বিপুল সংখ্যক দর্শক সমাবেশ।' 

    ভিড় প্রসঙ্গে রাজ্য চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছেন, ২০২৩-এর ডিসেম্বরে আলিপুরে এসেছিলেন ৮,১২,২৩৬ জন দর্শক। যেটা গতবছর হয় ১০,৩৩,৮০০ জন। সংখ্যার বিচারে ২০২৪ সালের ডিসেম্বর মাসে আগের বছরের তুলনায় দর্শক সংখ্যা বেড়েছিল ২,২০,০০০। অধিকাংশ টিকিট কাটা হয়েছিল অনলাইন পদ্ধতিতে। চিড়িয়াখানায় যে ২৮টি 'ম্যানুয়াল টিকিট কাউন্টার' আছে সেখান থেকেও টিকিট কিনেছেন দর্শকরা। 

    আলিপুর চিড়িয়াখানার এক আধিকারিক বলেন, সবথেকে বেশি সংখ্যক দর্শক হাজির হয়েছিলেন বাঘের খাঁচার সামনে। এরপরেই ভিড় হয়েছিল ভারতীয় শিম্পাঞ্জিদের খাঁচার সামনে। পাশাপাশি ভিড় লক্ষ্য করা গিয়েছে সরীসৃপদের খাঁচার কাছেও। কুমীর বা বিভিন্ন প্রজাতির সাপ দেখতে কচি থেকে বৃদ্ধ, ভিড় জমিয়েছিলেন। এর পাশাপাশি পাখিদের খাঁচাও এবার যথেষ্ট সংখ্যক দর্শক টেনেছে। পাখিদের একটি নতুন খাঁচা তৈরি করা হয়েছে। যেখানে পাখিরা মুক্ত অবস্থায় উড়ে বেড়াবে। আর খুব কাছ থেকে দাঁড়িয়ে তাদের দেখতে পাবেন দর্শকরা। নতুন এই দিকটি যোগ হওয়ার পর চিড়িয়াখানার আকর্ষণ অনেকটাই বেড়েছে বলে জানান আলিপুর চিড়িয়াখানার এক আধিকারিক।
  • Link to this news (আজকাল)