• নিহত কাউন্সিলারের পরিবারের সঙ্গে সাক্ষাৎ তৃণমূল নেতৃত্বের, মালদায় তদন্তে CID-র সাইবার বিশেষজ্ঞরা
    এই সময় | ১২ জানুয়ারি ২০২৫
  • কাউন্সিলার খুনে এ বার সিআইডির সাইবার বিশেষজ্ঞরা গেলেন মালদায়। এখনও ঘটনায় অভিযুক্ত দু’জনের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ। অভিযুক্তদের মোবাইল ফোন থেকে তথ্য সংগ্রহ করার কাজ শুরু হয়েছে। শনিবার নিহত কাউন্সিলারের পরিবারের সঙ্গে দেখা করে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। তদন্তে বিলম্ব হচ্ছে কেন? প্রশ্ন তুলে তৃণমূল নেতৃত্বের সামনে বিক্ষোভ দেখান দুলাল অনুগামীরা।

    শনিবার সাইবার বিশেষজ্ঞ মমতা চক্রবর্তী ঘটনার তদন্তে মালদায় যান। ঘটনাস্থল পরীক্ষা করে দেখা হয়। পাশাপাশি ম্যাজিস্ট্রেটের সামনে আটক করা মোবাইল ফোনগুলি পরীক্ষা করা হয়। মোবাইলের কথোপকথন ও চ্যাটও খতিয়ে দেখা হচ্ছে। পলাতক দুই অভিযুক্ত তদন্তকারীদের বিভ্রান্ত করার জন্য লোকেশন বদল করছে বলেও জানা গিয়েছে পুলিশ সূত্রে।

    তৃণমূল নেতা দুলাল সরকারের স্ত্রী চৈতালি সরকারের সঙ্গে এ দিন দেখা করতে আসেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার ও বৈশ্বানর চট্টোপাধ্যায়। প্রায় ৪৫ মিনিট চৈতালি সরকারের সঙ্গে কথা বলেন তাঁরা। বাড়ি থেকে বের হতেই তৃণমূল নেতৃত্বকে ঘিরে ধরে একাধিক প্রশ্ন তোলেন স্থানীয় তৃণমূল কর্মী ও দুলাল অনুগামীরা। দুলাল সরকার খুনের ঘটনায় তদন্তে এত বিলম্ব কেন? অভিযুক্তের বাড়ির সামনে পুলিশি নিরাপত্তা কেন? প্রশ্ন তোলেন তাঁরা। তাঁদের নিরপেক্ষ তদন্তের ব্যাপারে আশ্বাস দেন তৃণমূল নেতৃত্ব। এ দিন একটি মৌন মিছিলও করা হয় ২২ নম্বর ওয়ার্ডের তরফে।

  • Link to this news (এই সময়)