• ভগতপুর বাগানে চা উত্সব শুরু
    বর্তমান | ১২ জানুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, নাগরাকাটা: শনিবার বিকেলে নাগরাকাটার ভগতপুর চা বাগানের ফুটবল মাঠে শুরু হল রাজ্য টি অ্যান্ড ট্রাইবাল ফেস্টিভাল। উৎসবের উদ্বোধন  করলেন অনগ্রসর শ্রেণি কল্যাণ ও আদিবাসী উন্নয়ন মন্ত্রী বুলু চিকবরাইক। উপস্থিত ছিলেন দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি ছোট্টেন ডি লামা, জলপাইগুড়ির জেলাশাসক শমা পারভিন, পুলিস সুপার খণ্ডবাহালে উমেশ গণপত, জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, রাজ্য সভার সাংসদ প্রকাশ চিকবরাইক, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, জেলা পরিষদ সদস্য মহুয়া গোপ। 


    আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং ও কালিম্পং জেলার আদিবাসী সম্প্রদায় এতে অংশ নিচ্ছে। উত্সব চলবে ১২ জানুয়ারি পর্যন্ত। মন্ত্রী বুলু  বলেন, চা বাগানের আদিবাসী সম্প্রদায়দের কৃষ্টি সংস্কৃতির সংরক্ষণ ও প্রচারের জন্যেই এমন উদ্যোগ। পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের সূযোগ সুবিধা যাতে চা বাগানের প্রতিটি বাসিন্দা পায় সেব্যাপারেও সবাইকে সচেতন করার একটি বড় আসর এই টি অ্যান্ড ট্রাইবাল ফেস্টিভেল। অনুষ্ঠানের প্রথম দিন একটি গণবিবাহের আয়োজন করা হয়। ৮০জোড়া তরুণ তরুণী বিবাহবন্ধনে আবদ্ধ হন। হিমালয়ান বুদ্ধিস্ট কালচারাল অ্যাসোসিয়েশনের সিঙ্গি নৃত্য, কালিম্পংয়ের লেপচা সম্প্রদায়দের লোক নৃত্য ও লোক সংগীত, লুকসানের লিম্বু-সুব্বা সম্প্রদায়দের লোক নৃত্য সহ তামাং, অসুর, ওরাওঁ সম্প্রদায়ের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
  • Link to this news (বর্তমান)