বাগডোগরা বিমানবন্দরের নতুন টার্মিনালের কাজ পরিদর্শনে রাজু বিস্তা
বর্তমান | ১২ জানুয়ারি ২০২৫
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি ও বাগডোগরা: বাগডোগরা বিমানবন্দরের নতুন টার্মিনালের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে শনিবার বৈঠক করলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা। ৩০ মাসের কাজের লক্ষ্যমাত্রা নিয়ে বাগডোগরা বিমানবন্দরের নতুন টার্মিনালের কাজ শুরু হয়েছে। কেমন চলছে কাজ? কতদূর হয়েছে কাজের অগ্রগতি, সেই খোঁজ নিতে বাগডোগরা বিমানবন্দরের আধিকারিক ও নতুন টার্মিনালের কাজে নিযুক্ত এজেন্সির সঙ্গে বৈঠকে বসেন তিনি। বৈঠকের পর পরিদর্শনেও যান।
রাজু বিস্তা জানান, ইতিমধ্যে নতুন টার্মিনাল ভবন ও মাল্টি লেভেল গাড়ি পার্কিং জোনের কাজ শুরু হয়েছে। অভিজ্ঞতা সম্পন্ন ইঞ্জিনিয়াররা কাজ করছেন। ১০ শতাংশ কাজ হয়েছে। ২০২৭ সালের মার্চ মাসে এই নতুন টার্মিনাল কাজ শেষ করে যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে। পরিদর্শনে এসে বুঝলাম তাতে বাগডোগরা বিমানবন্দরের নতুন টার্মিনালের কাজ সন্তোষজনকভাবেই হচ্ছে।