• চাঁচলে তিন কোটির বেশি বরাদ্দে ৩টি রাস্তা পাকা হচ্ছে
    বর্তমান | ১২ জানুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, চাঁচল: ৩ কোটি ৩১ লক্ষ টাকা ব্যয়ে ৩ কিমি কাঁচা রাস্তা পাকা করার উদ্যোগ নেওয়া হল চাঁচল ১ ব্লকে। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বরাদ্দে দ্রুত কাজ শুরু হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। শনিবার এই প্রকল্পের শিলান্যাস করেন উত্তরবঙ্গ উন্নয়ন প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। মহানন্দপুর হাটখোলায় এই অনুষ্ঠান মঞ্চে হাজির হয়েছিলেন মালদহ জেলা পরিষদের সহকারী সভাধিপতি এটিএম রফিকুল হোসেন, চাঁচলের মহকুমা শাসক শৌভিক মুখোপাধ্যায় সহ অনেকেই। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ভগবানপুর, মহানন্দপুর ও মকদমপুর পঞ্চায়েত এলাকায় তিনটি কাঁচা রাস্তা পাকা করা হবে। ফলে এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে। বিষয়টি জানতে পেরে খুশি এলাকার মানুষ। মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের তরফে চাঁচলে একাধিক কাজ হয়েছে। যা আগের জনপ্রতিনিধিরা করতে পারেননি। চাঁচলের বিধায়ক নীহাররঞ্জন ঘোষ বলেন, আরও তিনটি রাস্তা পাকা করা হবে। আরও কাজের জন্য উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে পাঁচ কোটি টাকার প্রস্তাব পাঠানো হয়েছে।
  • Link to this news (বর্তমান)