• ইঞ্জিনিয়ারিং ছাত্রীর হদিশ নেই, আত্মীয়ের ফোনে মেসেজ
    বর্তমান | ১২ জানুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: সাত দিন ধরে নিখোঁজ ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রী। পুলিসি তদন্তে হয়নি কোনও কিনারা। এদিকে হঠাৎ রাতে জ্যেঠুর মোবাইলে অচেনা নম্বর থেকে মেসেজ। মেয়ের বন্ধুর পরিচয় দিয়ে খোঁজ ঠিকানা দেওয়ার কথা বলে দু’লক্ষ টাকা দাবি। দুশ্চিন্তায় ভেঙে পড়েছেন পরিবারের লোকেরা। হরিশ্চন্দ্রপুরের বারদুয়ারির বাসিন্দা ওই ছাত্রী গত রবিবার ঝাড়খণ্ডের দুমকা ইঞ্জিনিয়ারিং কলেজে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বেরিয়ে ছিলেন। হরিশ্চন্দ্রপুর রেলস্টেশন থেকে কুলিক এক্সপ্রেস ট্রেন ধরেন। নামার কথা ছিল রামপুরহাটে। কিন্তু মাঝপথে হঠাৎ ফারাক্কায় নেমে যান। এনটিপিসি নেতাজি সেতু থেকে তাঁর ব্যাগ, মোবাইল ফোন উদ্ধার হয়। নিখোঁজ ছাত্রীর জ্যেঠু বলেন, বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ ও শুক্রবার দিনে মেয়ের বন্ধুর পরিচয় দিয়ে খোঁজ ঠিকানা দেওয়ার নাম করে দুই লক্ষ টাকা চেয়ে আমার মোবাইলে মেসেজ আসে। আমরা পুলিসকে সমস্ত বিষয়টি জানিয়েছি। মেয়েকে অপহরণ করা হয়েছে বলে মনে হচ্ছে। হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার বলেন, পুলিস তদন্ত করছে। নম্বরগুলির লোকেশন ট্র্যাকিং করা হচ্ছে।
  • Link to this news (বর্তমান)