সংবাদদাতা, দিনহাটা: ২০২৩ সালের নভেম্বর থেকে স্কুলের বিদ্যুতের বিল বকেয়া। এক বছরেরও বেশি সময় ধরে বিল জমা না করায় ৯ জানুয়ারি সংযোগ বিচ্ছিন্ন করে দেয় বিদ্যুৎদপ্তর। বিদ্যুৎহীন অবস্থায় বিপাকে পড়ে দিনহাটা ১ ব্লকের জামাদারবসের ছাট বারো বাংলা এনপি স্কুল। ছাত্র-ছাত্রীদের জন্য পানীয় জলের ব্যবস্থা থেকে একাধিক বিষয়ের ক্ষেত্রে বিদ্যুতের প্রয়োজন হয়। বিদ্যুৎ না থাকায় বিদ্যালয়ের পাম্প চালানো যায়নি। জলাধারে জল না ওঠায় মিড ডে মিলের জন্য তা সংগ্রহে সমস্যা হয়। পাশের বাড়ি থেকে জল সংগ্রহ করে রান্নার কাজ শুরু করে মিড ডে মিলের কর্মীরা। এক ঘণ্টা দেরিতে রান্না হয়। শনিবার দুপুর একটার বদলে দুটোর সময় খাবার পায় বাচ্চারা। দীর্ঘ সময় শিশুরা অভুক্ত থাকায় ক্ষুব্ধ অভিভাবক মহল। শিক্ষাদপ্তরের শীর্ষকর্তাদের খবর দেয় বিদ্যালয় কর্তৃপক্ষ। বিদ্যুৎ দপ্তরের সঙ্গে যোগাযোগ করলে ফের সংযোগ করা হয় বিদ্যুতের লাইন। প্রধান শিক্ষক সিন্ধু বর্মন বলেন, ২০২৩ সালের নভেম্বর মাস থেকে বিদ্যুতের বিল বাকি রয়েছে। স্কুলের নিজস্ব ফান্ডে টাকা নেই। রাজ্য সরকার থেকে আসা বরাদ্দ পৌঁছয়নি। সেই কারণে বিল জমা করতে পারিনি। বিদ্যুৎ না থাকায় মিড ডে মিলের রান্নার জন্য জল সংগ্রহ করতে সমস্যা হয়। পাশের বাড়ি থেকে জল নিয়ে এসে রান্না করতে এক ঘণ্টা দেরি হয়েছে। পরবর্তীতে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এসে ফের সংযোগ জুড়ে দিয়েছেন।