• শিক্ষামন্ত্রীর ইঙ্গিত মিলতেই ছাত্র সংসদ নির্বাচনের প্রস্তুতি কলেজ-বিশ্ববিদ্যালয়ে
    বর্তমান | ১২ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: মুখ্যমন্ত্রীর পর এবার রাজ্যের শিক্ষামন্ত্রীর মুখে কলেজে ছাত্র সংসদের নির্বাচনের ইঙ্গিত মিলতেই বিভিন্ন ছাত্র সংগঠন প্রস্তুতিতে নেমে পড়ল। নির্বাচন নিয়ে প্রাথমিকভাবে প্রার্থীদের নাম ঠিক করে নেওয়ার নির্দেশও পাচ্ছে সংগঠনগুলি। তবে ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রেও হিংসার আশঙ্কা করছে বিরোধী ছাত্র সংগঠনের একাংশ। তাদের দাবি, বর্তমানে রাজ্যের যা পরিস্থিতি, সেখানে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে ছাত্র নির্বাচন করতে হবে।


    শুক্রবার শিলিগুড়ি কলেজ প্রাঙ্গণে সাহিত্য মেলা ‘উত্তরের হাওয়া’ উদ্বোধনে এসে শিক্ষামন্ত্রী জানান, মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে দ্রুত ছাত্র সংসদ নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্র সংসদ নির্বাচন করা হবে বলে জানিয়েছিলেন। শহরে এসে শিক্ষামন্ত্রী ফের ইঙ্গিতপূর্ণ বার্তা দেওয়ায় কলেজগুলিতে ছাত্র সংগঠনের কর্মীরা প্রস্তুতি শুরু করেছেন। 


    তৃণমূল ছাত্র পরিষদের উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক মিঠুন বৈশ্য বলেন, আমরা আগে থেকেই প্রস্তুতি শুরু করেছি। প্রার্থীদের নামের তালিকাও পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিরোধীদের কোনও জায়গা রাজ্যে নেই। পাল্টা এসএফআইয়ের দার্জিলিং জেলা সম্পাদক অঙ্কিত দাস বলেন, প্রত্যেকটি কলেজে আমাদের সংগঠন বারবার নির্বাচনের দাবিতে লড়াই করেছে। আমরা সম্পূর্ণ তৈরি। এবিভিপির কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য শুভব্রত অধিকারী বলেন, রাজ্যের বর্তমান পরিস্থিতিতে ছাত্র সংসদের নির্বাচনের ক্ষেত্রেও কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন আছে। স্বচ্ছভাবে নির্বাচন হলে বহু কলেজের ছাত্র সংসদ আমরা দখল করব।


    সবমিলিয়ে ছাত্র সংগঠনের নির্বাচন নিয়ে কলেজগুলিতে সাজো সাজো রব উঠেছে। শিক্ষামন্ত্রী কলেজ মাঠে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রসঙ্গেও জানিয়েছিলেন, প্রত্যেকটি জায়গায় নতুনভাবে নিয়োগ করার কাজ চলছে। এই খবর মিলতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকর্মী থেকে শুরু করে প্রত্যেক মহলে খুশির হাওয়া বইছে। দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে বলেও মনে করছেন অনেকে।
  • Link to this news (বর্তমান)