• ফালাকাটায় শুরু জেলা সবলা মেলা
    বর্তমান | ১২ জানুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, ফালাকাটা: শনিবার ফালাকাটা ব্লকের ভুটনিরঘাট ফুটবল ময়দানে শুরু হল আলিপুরদুয়ার জেলা সবলা মেলা। পশ্চিমবঙ্গ সরকারের স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্ত দপ্তরের উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়েছে। মেলায় ৩১টি স্টল বসেছে। মেলার মূল মঞ্চে গ্রামের প্রাকৃতিক পরিবেশ ছবি নিজের হাতে অঙ্কন করে তা ফুটিয়ে তুলেছেন বিডিও অনিক রায়। বিডিও বলেন, আমার ব্লকের অনুষ্ঠান। তাই সব দায়িত্ব আমার উপর। সেজন্যই পরিবেশ বান্ধব মঞ্চ তৈরি করেছি। এদিন মেলার উদ্বোধন করেন জেলাশাসক আর বিমলা। সঙ্গে ছিলেন জেলা পরিষদের সভাধিপতি স্নিগ্ধা শৈব, ফালাকাটা পুরসভার চেয়ারম্যান প্রদীপ মুহুরি, আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল সহ অন্যরা। জেলাশাসক বলেন, মহিলাদের স্বাবলম্বী করতে রাজ্য সরকার এই মেলার আয়োজন করছে। এখানকার বিভিন্ন ব্লকের স্বনির্ভর গোষ্ঠীর পাশাপাশি কোচবিহার ও জলপাইগুড়ি জেলার মহিলাদের আমন্ত্রণ জানানো হয়েছে। মেলা চলবে আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত।
  • Link to this news (বর্তমান)