রেজিস্ট্রেশন না হওয়ায় মাধ্যমিকে বসতে পারছে না গারোপাড়া স্কুলের দুই পড়ুয়া
বর্তমান | ১২ জানুয়ারি ২০২৫
সংবাদদাতা, আলিপুরদুয়ার: রেজিস্ট্রেশন না হওয়ায় এবছর মাধ্যমিক পরীক্ষায় বসা হচ্ছে না কালচিনির গারোপাড়া বিধানচন্দ্র উচ্চ বিদ্যালয়ের দুই পড়ুয়ার। এই ঘটনার জন্য অভিভাবক মহল এবং জেলা শিক্ষাদপ্তর সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের গাফিলতিকেই দায়ী করেছে। যদিও স্কুল কর্তৃপক্ষের সাফাই, বারবার মনে করিয়ে দেওয়ার পরও দুই পড়ুয়া নির্দিষ্ট সময়ে পোর্টালে রেজিস্ট্রেশন করেনি।
মাধ্যমিকের রেজিস্ট্রেশন না হওয়া গারোপাড়া বিধানচন্দ্র উচ্চ বিদ্যালয়ে ওই দুই পড়ুয়ার নাম সোহাতি ডুংডুং ও রোহিত মঙ্গর। দুই পড়ুয়া যাতে মাধ্যমিক পরীক্ষায় বসতে পারে, সেজন্য এখন স্কুল কর্তৃপক্ষ রেজিস্ট্রেশনের জন্য রাজ্যসভার সাংসদ প্রকাশচিক বরাইক ও শাসক দলের শিক্ষক সংগঠনকে ধরে মরিয়া চেষ্টা চালাচ্ছে।
এবিষয়ে জেলা স্কুল পরিদর্শক (মাধ্যমিক) আহশানুল করিম বলেন, গারোপাড়ার ওই স্কুলের দুই মাধ্যমিক পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন না হওয়ার জন্য দায়ী স্কুল কর্তৃপক্ষের গাফিলতি। স্কুল কর্তৃপক্ষের উচিত ছিল শেষ মুহূর্তে ফের একবার রেজিস্ট্রেশনের তালিকা দেখে নেওয়া। এখন কিছু করার নেই।
রাজ্যসভার সাংসদ প্রকাশচিক বরাইক বলেন, স্কুল কর্তৃপক্ষের গাফিলতি না থাকলে এই ঘটনা ঘটতে পারত না। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে অনুরোধ করেছি, যাতে ওই দুই পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন করা যায়। পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষা সেলের জেলা সভাপতি ভাস্কর মজুমদার বলেন, স্কুল কর্তৃপক্ষের গাফিলতির জেরে এই ঘটনা ঘটেছে। ওই দুই পড়ুয়ার রেজিস্ট্রেশনের জন্য মধ্যশিক্ষা পর্ষদের সভাপতির কাছে আর্জি জানানো হয়েছে। দেখা যাক কী হয়।
তবে এই ঘটনায় ভেঙে পড়েছে দুই পড়ুয়া ও তাদের অভিভাবক। যদিও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক যোগেন্দ্রপ্রসাদ দাসের সাফাই, দুই পড়ুয়া ও তাদের অভিভাবকদের বারবার রেজিস্ট্রেশনের কথা মনে করিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু তারপরেও তারা তা করেনি। ফলে এই ঘটনার জন্য কোনওভাবেই স্কুল কর্তৃপক্ষকে দায়ী করা যায় না।