সংবাদদাতা, পুরাতন মালদহ: শনিবার সকালে মালদহের গাজোলে রসিকপুরে জলে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুর বাড়ি ঝাড়খণ্ডে। দুই বছরের ওই শিশুটি কয়েকদিন আগে গাজোলে আত্মীয়র বাড়ি ঘুরতে আসে। এদিন সকালে আরও একটি শিশুর সঙ্গে খেলতে খেলতে বাড়ির পাশের ডোবায় পড়ে যায়। অনেকক্ষণ পর শিশুটিকে উদ্ধার করে গাজোল স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু বাঁচানো যায়নি।