চোপড়ায় বধূর অস্বাভাবিক মৃত্যু
বর্তমান | ১২ জানুয়ারি ২০২৫
সংবাদদাতা, চোপড়া: এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল চোপড়া থানার আদ্রাগুড়ি এলাকায়। মেয়েকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ মৃত গৃহবধূর বাবার। মৃতার নাম সুস্মিতা দাস (২১)। কয়েকবছর আগে চোপড়ার আদ্রাগুড়ির বাসিন্দা উজ্জ্বল মণ্ডলের সঙ্গে বিয়ে হয় ভুটিয়াখালির যুবতী সুস্মিতার। অভিযোগ, বিয়ের পর থেকে পণ নিয়ে মেয়ের উপর অত্যাচার চালাত শ্বশুরবাড়ির লোকজন। এনিয়ে সালিশিও বসে। শনিবার সকালে সুস্মিতার ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
মৃতার বাবা নরেশ দাসের অভিযোগ, মেয়েকে মেরে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে। চোপড়া থানার পুলিস মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস ।
Link to this news (বর্তমান)