শনিবার ছিল মরশুমের শীতলতম, আজ থেকে কিছুটা বাড়বে তাপমাত্রা
বর্তমান | ১২ জানুয়ারি ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শনিবার কলকাতায় ছিল মরশুমের শীতলতম দিন। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.৫ ডিগ্রি কম। দিনের সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের তুলনায় ২.৫ ডিগ্রি (২২.২) কম ছিল। ফলে সারাদিনই শীতের আমেজ ছিল ভরপুর। আকাশ পরিষ্কার থাকায় রোদের দেখা মিলেছে সারাদিন। চলতি মরশুমে এর আগে একদিনই (১৫ ডিসেম্বর) শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রির নীচে (১২.৫) নেমেছিল। তবে শীতের এই মারকাটারি ব্যাটিং সাময়িক বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। কারণ, উত্তর ও পশ্চিম হিমালয় সংলগ্ন অঞ্চলে ফের একটি পশ্চিমি ঝঞ্ঝার আগমন ঘটেছে। এর ফলে উত্তুরে হাওয়া দুর্বল হয়ে পড়বে। তাই আজ, রবিবার থেকে আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা কিছুটা বাড়বে। সর্বনিম্ন তাপমাত্রা কোথাও কোথাও ১৫-১৬ ডিগ্রির আশপাশে চলে আসতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তবে ১৬ জানুয়ারি থেকে পরবর্তী কয়েকদিন ফের পারদ পতন শুরু হবে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, জাঁকিয়ে শীতের সম্ভাবনা এখনও চলে যায়নি। অতীতে একাধিকবার জানুয়ারির শেষ সপ্তাহে কনকনে ঠান্ডার নজির রয়েছে এই বাংলায়।