আজ রাজ্যজুড়ে বিবেকানন্দের ১৬৩ তম আবির্ভাব দিবস পালন অনুষ্ঠান
বর্তমান | ১২ জানুয়ারি ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, রবিবার স্বামী বিবেকানন্দের ১৬৩ তম আবির্ভাব দিবস রাজ্যজুড়ে পালিত হচ্ছে। এই দিনটি জাতীয় যুব দিবস হিসেবেও পালন করা হয়। এই উপলক্ষ্যে বিবেকানন্দের জন্মভিটা উত্তর কলকাতার সিমলাতে এবং বেলুড় মঠ, দক্ষিণেশ্বর, তাঁর পদধূলিধন্য আলমবাজার ও বরানগর মঠ সহ বিভিন্ন ধর্মীয় পীঠস্থানে মর্যাদার সঙ্গে পালিত হবে। এছাড়াও রাজ্যের বিভিন্ন প্রান্তে কুচকাওয়াজ, বৃক্ষরোপণ, বই, স্মারক প্রকাশ হবে। সেমিনার, স্মারক বক্তৃতা, প্রদর্শনী সহ একাধিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। উত্তর কলকাতার বিবেকানন্দ রোডে জন্মভিটাতে দিনভর হবে অনুষ্ঠান। রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস ও সাংস্কৃতিক কেন্দ্রের সম্পাদক স্বামী জ্ঞানলোকানন্দ শনিবার জানান, অনুষ্ঠানের তালিকায় থাকছে শোভাযাত্রা, ভক্তিগীতি, বিবেকানন্দ বন্দনা, সেতার, ভজন, ধর্মসভা, শ্রুতিনাটক, জীবন‑বাণী নিয়ে আলোচনা, ভক্ত সম্মেলন, তথ্যচিত্র প্রদর্শন (বিশ্ব চিন্তাবিদদের দৃষ্টিতে স্বামী বিবেকানন্দ), চিত্র প্রদর্শনী প্রভৃতি। সংস্থার তরফে জানানো হয়েছে, অনুষ্ঠান চলবে ১৮ জানুয়ারি। শেষদিন সন্ধ্যায় হবে শ্রুতিনাটক ‘নটি বিনোদিনী’।