নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিষয় নিয়ে গ্যালারি উদ্বোধন হল কলকাতার সায়েন্স সিটিতে। শনিবার ‘প্রান্তসীমার পথে?’ বা ‘অন দ্য এজ?’ নামের গ্যালারিটি উদ্বোধন করেন কেন্দ্রের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। সায়েন্স সিটির আর্থ এক্সপ্লোরেশন হলে তৈরি হয়েছে গ্যালারিটি। সেখানে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে জলবায়ু পরিবর্তনের প্রভাব, কেন হচ্ছে পরিবর্তন এবং সঙ্কট প্রতিরোধের উপায় বিষয়ে অবহিত করা হচ্ছে মানুষকে।
১০ হাজার স্কোয়ার ফিটজুড়ে দোতলা গ্যালারিটি মূলত তিন ভাগে ভাগ করা হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব। যেখানে সারা পৃথিবীজুড়ে কীভাবে পরিবর্তন প্রভাব ফেলছে তা বোঝানো হয়েছে। হিমবাহ কীভাবে গলছে, সমুদ্রস্তর কীভাবে বাড়ছে? এগুলি রয়েছে। পাশাপাশি সুন্দরবনে এর কী প্রভাব পড়ছে সেই বিষয়ও দেখানো হয়েছে। কেন জলবায়ুর পরিবর্তন হয়? এখানে স্বাভাবিকভাবে পরিবেশের কী পরিবর্তন হচ্ছে, তার সঙ্গে মানুষের হাতে কীভাবে পরিবেশ নষ্ট হচ্ছে, সেই বিষয়টি দেখানো হয়েছে। এছাড়া জলবায়ু পরিবর্তনকে কীভাবে আটকানো যায়, সেটি দেখানো হয়েছে। ১২/২৪ ফুটের বিশালাকার এলইডি পর্দা রয়েছে এখানে। যা এই গ্যালারিকে সাধারণের কাছে আরও আকর্ষণীয় করবে বলে মনে করছে কর্তৃপক্ষ।
এদিন উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বোটানিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার ডিরেক্টর ডঃ এএ মাও, সংস্কৃতি মন্ত্রকের যুগ্ম সচিব সঞ্জয় কউল, ন্যাশনাল কাউন্সিল অব সায়েন্স মিউজিয়ামের (এনসিএসএম) ডিরেক্টর জেনারেল এডি চৌধুরী, এসসিএমএমে’র ডেপুটি ডিরেক্টর জেনারেল সমরেন্দ্র কুমার ও সায়েন্স সিটির ডিরেক্টর অনুরাগ কুমার। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘শুধু সরকার নয়, আমাদের সকলকে জলবায়ু পরিবর্তনের মোকাবিলা করতে হবে।’ এরকম গ্যালারি দেশের প্রতি কোণায় ছড়িয়ে দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।