নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা ব্যবস্থা তলানিতে নেমেছে বলে অভিযোগ তুললেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শনিবার সক্রিয় সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচি নিয়ে তিনি উত্তরপাড়ায় এসেছিলেন। সেখানেই তিনি বলেন, পশ্চিমবঙ্গ আফগানিস্থান, পাকিস্থান, বাংলাদেশ হয়ে গিয়েছে। বিহার আগে যা ছিল আজ বাংলার পরিবেশ তেমনই।