‘কাকু’র গলার স্বর সংগ্রহ থমকে, তারিখ পিছিয়ে ২১ জানুয়ারি
বর্তমান | ১২ জানুয়ারি ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অসুস্থতার কারণে নিয়োগ দুর্নীতি মামলায় বারবার পিছিয়ে যাচ্ছে সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর গলার স্বরের নমুনা সংগ্রহের কাজ। এর আগেও বারবার চেষ্টা করে ব্যর্থ হয়েছে সিবিআই। তারা বিষয়টি নিয়ে বিচার ভবনের বিশেষ আদালতে আর্জিও জানিয়েছিল। কিন্তু এই অভিযুক্ত জেলে বারবার অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে তিনি ভর্তি রয়েছেন বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে। ফলে তাঁর গলার স্বরের নমুনা এখনও সংগ্রহ করা যায়নি। আগামী ২১ জানুয়ারি ফের এ বিষয়ে আদালতে তারিখ পড়েছে। সেদিন যদি তিনি সুস্থ থাকেন এবং কোর্টে হাজির করানো সম্ভব হয়, তাহলে তাঁর গলার স্বর ওইদিন সংগ্রহ করা যেতে পারে বলে আদালত সূত্রের খবর।
এদিকে, হাসপাতাল থেকেই ভার্চুয়াল মাধ্যম কাজে লাগিয়ে কাকুর বিরুদ্ধে নিয়োগ দুর্নীতি মামলায় চার্জ গঠিত হয়। তাঁর সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায় সহ একাধিক অভিযুক্তের বিরুদ্ধেও এই আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত কাকুর গলার স্বরের নমুনা সিবিআই কবে সংগ্রহ করতে পারবে। ওই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, কাকুর গলার স্বরের নমুনা সংগ্রহ করা গেলে এই মামলায় ‘গতি’ আসতে পারে। কালীঘাটের কাকুর কৌঁসুলি সোমনাথ সান্যাল বলেন, ‘মূল মামলার বিচার শুরু হলে এ বিষয়ে আমাদের বক্তব্য আদালতের কাছে পেশ করব।’