নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দেশে রংয়ের ব্যবসা বছরে ১২ থেকে ১৫ শতাংশ হারে বাড়ছে। যে রং সংস্থাগুলি এদেশে ব্যবসা করছে, তাদের মোট বিক্রির অঙ্ক আগামী তিন থেকে চার বছরের মধ্যে ১ লক্ষ কোটি টাকায় পৌঁছতে পারে। ইন্ডিয়ান পেন্ট অ্যাসোসিয়েশন আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত থেকে এমনটাই জানালেন কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল। পাশাপাশি রংয়ের গুণমানও যাতে আরও ভালো হয়, তার জন্য ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস বা বিআইএসের সঙ্গেও কথা বলা হবে। যে এলাকায় কারখানা বেশি আছে, সেখানেই গবেষণাগার খুলবে।