• রেশনের দোকানে ভারত ব্র্যান্ডের চাল ও আটা, উদ্যোগী ‘নাফেড’
    বর্তমান | ১২ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রেশন দোকানের মাধ্যমে গোটা দেশে ভারত ব্র্যান্ড নামে চাল, আটা সহ বিভিন্ন ধরনের ডাল বিক্রি শুরু হচ্ছে। কেন্দ্রীয় সরকারি সংস্থা ‘নাফেড’ এই উদ্যোগ নিয়েছে। তবে সরবরাহ প্রক্রিয়ায় রাজ্য সরকারগুলিকে যুক্ত করা হয়নি। রেশন ডিলারদের সর্বভারতীয় সংগঠনের মাধ্যমে সরবরাহ করা হবে এইসব খাদ্যসামগ্রী। কেন্দ্রীয় সরকারের দাবি, খোলাবাজারের তুলনায় রেশন দোকান থেকে কম দামে এগুলি বিক্রি করা হবে। সর্বোচ্চ খুচরো বিক্রয় মূল্য (এমআরপি) কত হবে, সেটাও ঠিক করে দিয়েছে কেন্দ্র। প্রতি কেজি চাল ৩৪ টাকা, আটা ৩০ টাকা, মুসুর ডাল ৮৯ টাকা, মুগ ডাল ৯৩ ও ১০৭  টাকা, ছোলার ডাল ৭০ টাকা, ও গোটা ছোলার দাম ৫৮ টাকা ধরা হয়েছে। প্যাকেটে ভরা অবস্থায় এগুলি বিক্রি হবে। ডাল ও ছোলা থাকবে ১ কেজির প্যাকেটে। চাল ও আটা বিক্রি হবে ৫ থেকে ১০ কেজির প্যাকেটে।  কী দামে এগুলি সরবরাহ করা হবে, সেটাও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। জানানো হয়েছে, প্রতি কেজিতে ২ টাকা ৭৫ পয়সা থেকে ৮ টাকা পর্যন্ত মার্জিন থাকবে বিক্রেতাদের। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলারস ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু জানিয়েছেন, জেলা পর্যায়ে নাফেড খাদ্যসামগ্রী সরবরাহ করবে বলে সংস্থার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় ঠিক হয়েছে। সেখান থেকে ডিলারদের কাছে ভারত ব্র্যান্ডের খাদ্যসামগ্রী পাঠানোর ব্যবস্থা করবে ফেডারেশন। শীঘ্রই এই প্রক্রিয়া শুরু হবে। কেন্দ্রীয় সরকার যাতে ‘ওপেন মার্কেট সেল স্কিমে’ রেশন দোকানের মাধ্যমে গ্রাহকদের কাছে চাল, গম বিক্রি করে, তার জন্য ফেডারেশন কেন্দ্রীয় খাদ্যমন্ত্রককে চিঠি দিয়েছে। এই স্কিমে নির্দিষ্ট দামে ব্যবসায়ীদের কাছে রেশনের উদ্বৃত্ত চাল, গম বিক্রি করা হয়। 
  • Link to this news (বর্তমান)