নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জাতীয় জলপথ সংক্রান্ত পরিকাঠামো উন্নয়ন খাতে আগামী পাঁচ বছরে ৫০ হাজার কোটি টাকার বিনিয়োগ হতে চলেছে। অভ্যন্তরীণ জলপথ উন্নয়ন পরিষদের বৈঠকে এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। মন্ত্রী বলেন, ‘২০৩০ সালের মধ্যে জাতীয় জলপথ ২, জাতীয় জলপথ ১৬ এবং আইবিপিআর উন্নয়নের জন্য প্রায় তিন হাজার কোটি টাকারও বেশি বিনিয়োগ হবে। এছাড়াও পরিবেশবান্ধব জাহাজ চলাচল বৃদ্ধির জন্য আগামী পাঁচ বছর এক হাজার সবুজ জাহাজ চালু করা হবে।’