• দিল্লিতে প্রচার নিয়ে নির্দেশিকা বঙ্গ বিজেপি নেতৃত্বকে
    বর্তমান | ১২ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দিল্লির ভোট প্রচারে আসার আগে বাংলার দলীয় নেতাদের জন্য রীতিমতো নির্দেশিকা তৈরি করছে বিজেপি। এক্ষেত্রে শুধুমাত্রই আঞ্চলিক রাজনীতিতে আটকে থাকবেন না। কারণ এটা দিল্লি। তাই শুধুই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা না করে সার্বিক ইস্যু তুলে ধরুন। প্রাথমিকভাবে স্থির হয়েছে যে, কেন্দ্রীয় শিক্ষা রাষ্ট্রমন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা, বিষ্ণুপুরের এমপি সৌমিত্র খাঁ, রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকারের মতো দলীয় নেতৃত্ব দিল্লির ভোটে প্রচার করবেন। তাঁরা প্রধানত বাঙালি মহল্লাগুলোতেই প্রচারের দায়িত্ব সামলাবেন। রাজু বিস্তাকে একইসঙ্গে হিন্দিভাষী এলাকাগুলোতেও পাঠানো হতে পারে। বিজেপি সূত্রের খবর, কিছু ক্ষেত্রে দিল্লির ভোটে বিজেপির নির্বাচনী প্রচারে আসতে পারেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতাও। 
  • Link to this news (বর্তমান)