শিয়ালদহ স্টেশন চত্বরে অগ্নিকাণ্ড পুড়ল ফুড কোর্টের একাধিক দোকান
বর্তমান | ১২ জানুয়ারি ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শিয়ালদহ স্টেশন চত্বরে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়াল। শনিবার বিকেলে শিয়ালদহ স্টেশনের দক্ষিণ শাখার কাছের মেট্রোর প্রবেশ পথের ধারে একটি খাবারের দোকানে আচমকা আগুন লাগে। রান্নার গ্যাস লিক হয়েই আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান। তবে, ফুড কোর্টের পাশে ডাঁই করে রাখা ফলের ঝুড়ি ও খড়ের গাদায় সিগারেট বা বিড়ির আগুন লেগেও অগ্নিকাণ্ড হয়ে থাকতে পারে বলে মনে করছে পুলিস। তবে ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে দমকলের চারটি ইঞ্জিন। দমকল জানিয়েছে, একটি রোলের দোকানে প্রথমে আগুন লাগে। সেখান থেকে আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। দাউ দাউ করে আগুন জ্বলতে থাকায় আতঙ্ক ছড়ায় স্টেশন চত্বরে।
স্থানীয় সূত্রে খবর, এদিন বিকেল ৪টে নাগাদ আগুন লাগে। শিয়ালদহ স্টেশনের বাইরে থেকে দক্ষিণ শাখায় ঢোকার মূল রাস্তার ধারেই রয়েছে ফুড কোর্ট। একের পর এক খাবারের দোকান। তার মধ্যে একটি রোলের দোকানে প্রথম আগুন দেখা যায়। স্টেশন চত্বরে স্বাভাবিকভাবেই প্রচুর লোকজন ছিল সেই সময়। আগুন দেখে আতঙ্কিত হয়ে পড়েন সকলে। মুহূর্তে খবর দেওয়া হয় দমকলে। দমকলের চারটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজে হাত লাগায়।
স্থানীয়দের দাবি, সেই সময় ওই খাবারের দোকানে রান্না হচ্ছিল। তখন কোনওভাবে আগুন দোকানের টেবিল-চেয়ারে ছড়িয়ে পড়ে। তবে, দমকলের তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে। কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। পুলিসের প্রাথমিক অনুমান, ওই দোকানের পাশেই প্রচুর ফলের ঝুড়ি, খড়ের গাদা রাখা জমা করে রাখা ছিল। সেখানে বিড়ি বা সিগারেট পড়ে কোনওভাবে আগুন লেগে যায়। সেই আগুনই প্রথমে রোলের দোকানকে গ্রাস করে। সেখান থেকে আশপাশের দোকানে ছড়ায়। মোট পাঁচটি দোকানের মধ্যে তিনটি দোকান বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। খাবারের দোকানে অগ্নি নির্বাপক যন্ত্র থাকলেও তা প্রয়োজনের সময় কাজে আসেনি বলেই জানিয়েছে দমকল।